X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ২২:১৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ০০:১১

বাংলাদেশ-তুরস্ক তুরস্কের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে তুরস্কের ব্যবসায়ী, আমদানিকারক, রফতানিকারক ও বিনিয়োগকারীদের বাংলাদেশ সস্পর্কে আগ্রহী করে তুলতে তুরস্কে বাংলাদেশের দূতাবাস সপ্তাহব্যাপী ব্যবসা ও বিনিয়োগ সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা ও আংকারা দীর্ঘদিনের বন্ধু। কিন্তু আমাদের যে পরিমাণ সুযোগ আছে তার পূর্ণ ব্যবহার হচ্ছে না। আমাদের দুই দেশের বাণিজ্য মাত্র ১.২ বিলিয়ন ডলার। কিন্তু এটি আরও বাড়ানো সম্ভব।’
এম আল্লামা সিদ্দিকী বলেন, ‘ব্যবসা ও বিনিয়োগ করে ব্যবসায়ীরা। আমরা তাদের মধ্যে সেতু হিসেবে কাজ করছি। সে কারণেই আমরা তুরস্কের চারটি প্রধান শহরে সেমিনারের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ সম্পর্কে তুরস্কের ব্যবসায়ীদের জানাব।’
তুরস্কের রাজধানী আংকারাতে প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল)। পরে সেমিনার অনুষ্ঠিত হবে বুরশা ও কাসেরি শহরে। আগামী ৪ মে ইস্তানবুলে চতুর্থ সেমিনারের মাধ্যমে শেষ হবে সপ্তাহব্যাপী এই আয়োজন।
তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে তুরস্কের ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের চিত্র তুলে ধরা এবং এর মাধ্যমে দুই দেশের ব্যবসা ও অর্থনৈতিক যোগাযোগ বৃদ্ধি করা।’
ইস্তানবুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মাদ মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসব সেমিনারে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), এক্সপোর্ট প্রমোশন ব্যুরো (ইপিবি) ও মেট্রোপলিটান চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা বক্তব্য রাখবেন।’

আরও পড়ুন-

রাজনীতিতে তরুণ সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে: স্পিকার

এক বছরের মধ্যে চার দেশের অর্থনৈতিক করিডোর গঠনের প্রক্রিয়া শুরুর আশাবাদ

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়