X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশবিরোধী কাজে সাংবাদিকদের জড়িত থাকার বিষয়ে নজরদারির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৮:০৫আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:০৫

জাতীয় সংসদ ভবন কোনও সাংবাদিক বিদেশে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী কাজে লিপ্ত আছে কি না তা নজরদারি করতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গত ৩০ মার্চ অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ বিষয়ে আলোচনা শেষে এই সুপারিশ করা হয়। বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির ১৩তম বৈঠকে ওই ১২তম বৈঠকের কার্যবিবরণীর অনুমোদন দেওয়া হয়।
কার্যবিবরণী থেকে জানা যায়, সংরক্ষিত আসনের মাহজাবিন খালেদ সাংবাদিকদের পাকিস্তান সফরের প্রসঙ্গ তুলে বিষয়টির সূত্রপাত ঘটান। ওই আলোচনা শেষে কমিটির সভাপতি দীপু মনি বলেন, ‘সাংবাদিকদের বিদেশ যাওয়ার বিষয়ে কড়াকড়ি করা যায় না। তবে কোনও সাংবাদিক বিদেশে গিয়ে দেশবিরোধী কার্যক্রমে লিপ্ত হয় কি না সে বিষয়ে খোঁজখবর রাখা বা নজরদারি করা দরকার।’
এর আগে আলোচনায় অংশ নিয়ে মাহজাবিন বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশে অবস্থিত পাকিস্তান হাইকমিশন কিছু সংখ্যক বাংলাদেশি সাংবাদিককে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানায়। এসব সাংবাদিক বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে অপপ্রচার চালাচ্ছে। গণমাধ্যমে রাষ্ট্রবিরোধী কথাবার্তাসহ গণহত্যা বিষয়ে ভুল তথ্য দিচ্ছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্পর্কে অবহিত কি না সেটাও এসময় তিনি জানতে চান।
ওই আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘দুবছর আগে পাকিস্তানপন্থী কিছু সংখ্যক সাংবাদিকদের তাদের (পাকিস্তান) পক্ষে কাজ করার জন্য পাকিস্তান চিহ্নিত করে। এছাড়াও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কিছু সাংবাদিককেও আমন্ত্রণ জানানো হয়।’

বৈঠকে পররাষ্ট্র সচিব জানান, তারা বিষয়টি সম্পর্কে অবহিত এবং এসব সাংবাদিক পাকিস্তান যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন। সচিব জানান, পাকিস্তান সফরে যাওয়া সাংবাদিকরা ১৯৭১ সালে গণহত্যার জন্য দেশটিকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে এবং যুদ্ধাপরাধ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন। সাংবাদিকদের প্রশ্নের সঠিক উত্তর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দিতে পারেননি বলেও উল্লেখ করে সচিব।

আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা/কর্মচারীরাও বাংলাদেশবিরোধী আলোচনার খোঁজখবর রাখছেন।’

এ বিষয়ে আলোচনার পর কমিটিতে সুপারিশ চূড়ান্ত করা হয়। ওই সুপারিশে বলা হয়, বাংলাদেশ থেকে কোনও সাংবাদিক বিদেশ গিয়ে দেশের স্বার্থবিরোধী কোনও কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কি না, সে সম্পর্কে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দীপু মনির সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, কাজী নাবিল আহমেদ, মো. সোহরাব উদ্দিন, সেলিম উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে ঢাকার পাকিস্তান হাইকমিশন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের তাদের দেশে সফরে নিয়ে যাচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসেও বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের ১০জন সাংবাদিক এক সপ্তাহের জন্য পাকিস্তান সফর করেন।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা