X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইসলামের সুশিক্ষা ও দাওয়াতের সম্প্রসারণ প্রয়োজন: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৮:৫২আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:৫৪

মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘এক শ্রেণির মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্ম রক্ষার নামে সন্ত্রাসী ও জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করছে। তাই ধর্মের ভ্রান্ত শিক্ষা থেকে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের রক্ষার জন্য দিনি শিক্ষার প্রচার ও দিনি দাওয়াতের সম্প্রসারণ প্রয়োজন।’

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে কুষ্টিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন হানিফ।

ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলেম-ওলামাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ ও দাওয়াতি মাহফিল অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মাহবুব-উল-আলম হানিফ আরও বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বিশ্বের কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয়নি।’ 

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, এক শ্রেণির মানুষ ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনে ধর্মের অপব্যবহার করছে। ধর্মপ্রাণ আলেম ওলামাদের এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, আলেম-ওলামা, পীর-মাশায়েখ, ওলি-আওলিয়ারা নিষ্ঠার সঙ্গে দিনের প্রচার করেছেন বলেই বাংলার মাটিতে ইসলাম আজ একটি শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ কখনোই এ দেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। 

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সংশ্লিষ্ট জেলার শিক্ষক, কেয়ারটেকার, খতিব, ইমাম, আলিয়া ও কওমি আলেমরা উপস্থিত ছিলেন।

/সিএ/বিএল/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা