X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চোখের আইরিশ ও আঙুলের ছাপ ছাড়াই স্মার্টকার্ড!

এমরান হোসাইন শেখ
২৭ এপ্রিল ২০১৭, ২০:৩৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২৩:১৮

স্মার্টকার্ড উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড তৈরির ক্ষেত্রে ভোটারদের ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়ার প্রক্রিয়া থেকে সরে আসছে নির্বাচন কমিশন। আগামী ৩১ ডিম্বেরের মধ্যে স্মার্টকার্ড বিতরণের লক্ষ্য অর্জনে কার্যক্রমটি ত্বরান্বিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
জানা গেছে, চোখের আইরিশ ও ১০ আঙুলের ছাপগ্রহণের ডিভাইস স্বল্পতা ও তা কেনার টেন্ডার প্রক্রিয়ায় আইনি জটিলতা এবং এই প্রক্রিয়ায় বিতরণের দীর্ঘসূত্রিতার কারণে বিতরণ কার্যক্রম চলছে খুবই ধীরগতিতে। গত বছরের ৩ অক্টোবর থেকে রাজধানীতে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হলেও কাভারেজ এলাকার ৪০ শতাংশের বেশি ভোটার তা নিতে পারেনি।
জানা গেছে, স্মার্টকার্ড বিতরণ শুরু করলেও ডিভাইস ক্রয়ের টেন্ডার প্রক্রিয়া নিয়ে আদালতে মামলা হওয়ায় তা সময়মতো কেনা যায়নি। বর্তমানে কমিশন ধার নিয়ে ১০০’র মতো ডিভাইস দিয়ে কার্ড বিতরণ করছে। ডিভাইস কম থাকায় ব্যাপক আকারে বিতরণ সম্ভব হচ্ছে না।
ঢাকার কয়েকটি থানার কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, তাদের মাঠ পর্যায়ের বিতরণ কার্যক্রমের সময়সীমা শেষ হলে ডিভাইসগুলো অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটি থানা অফিসে এক বা একাধিক ডিভাইস স্থায়ীভাবে প্রদানের কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। ফলে থানায় গিয়ে স্মার্টকার্ড নিতে পারছেন না কেউ।

এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতে স্মার্টকার্ড বিতরণ শুরু হলেও সেখানেও রয়েছে ডিভাইস সংকট। স্বাভাবিকভাবেই দেশের অন্যান্য বিভাগ ও জেলা শহরে কার্ড বিতরণ করতে গেলে এই সংকট আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। এ কারণে কমিশন দ্রুত কার্ড বিতরণের জন্য চোখের ছাপ ও আইরিশ নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড প্রদানের কথা রয়েছে।

নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্মার্টকার্ড বিতরণের জন্য আমাদের যে পরিমাণ ডিভাইস দরকার তা সংগ্রহ করতে পারিনি। এজন্য টেন্ডার দেওয়া হলেও সেটা আইনি প্রক্রিয়ায় আটকে গেছে। এদিকে ডিসেম্বরের মধ্যে ৯ কোটি ভোটারকে স্মার্টকার্ড দেওয়ার কথা রয়েছে আমাদের। নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো বিতরণ শেষ করতে হলে চোখের আইরিশ ও আঙুলের ছাপ নিলে সম্ভব হবে না। এজন্য আমরা এই প্রক্রিয়া বাদ দেওয়ার চিন্তাভাবনা করছি। কমিশন অনুমোদন দিলেই এটা কার্যকর হবে।’

আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে জানিয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব আরও বলেন, ‘বিষয়টি অনুমোদনের জন্য আমরা ফাইল প্রস্তুত করেছি। কমিশন অনুমোদন দিলেই সেটা বাস্তবায়ন হবে। এক্ষেত্রে বৈঠকের প্রয়োজন হবে না। যদিও বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মনে করছে কমিশন।’

ঢাকা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা মো. শাহ আলম বাংলা ট্রিবিউনকে জানান, চোখের আইরিশ ও আঙুলের ছাপ ছাড়া স্মার্টকার্ড বিতরণের বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে কমিশন থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত আসেনি বলে জেনেছেন তিনি।

/ইএইচএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা