X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘মেয়েকে পেয়ে মনে হয় জীবন ফিরে পাইছি’

রাফসান জানি
২৯ এপ্রিল ২০১৭, ১২:২৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১৫:৩৬

সুমাইয়া

আত্মীয়-স্বজন, প্রতিবেশী, চেনা-অচেনা মানুষও ভিড় করে আছে একটি বার দেখার জন্য। কেউ ছবি তুলছে, কেউ বা জড়িয়ে ধরে আদর করছেন। অপহরণের ২৪ দিন পর উদ্ধার ৫ বছরের সুমাইয়াকে ঘিরেই দেখা গেছে এই ভিড়। কামরাঙ্গীরচরের বড়গ্রামে সুমাইয়াদের ভাড়া বাড়িতে এমনই ছিল দৃশ্য ছিল শুক্রবার।

সুমাইয়াকে ফিরে পেয়ে তার মা হারিয়ে যাওয়া ‘আলো’ ফিরে পেয়েছেন। মা মুনিয়া বেগমের ভাষায়, ‘মেয়ে ফিরে পাওয়ার পর যে কী মনে হচ্ছিল বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আমি নিজের জীবন ফিরে পাইছি।’

সুমাইয়াকে উদ্ধারের খবর শোনার পর থেকে বড়গ্রামের তাদের বাড়িতে মানুষের আসা যাওয়া শুরু হয়। পাশের বাড়ির বাসিন্দা মুদি দোকানি রনি মিয়া বলেন, ‘কালকে সকাল থেইক্যা মানুষের লাইন লেগে আছে। এমন ফুটফুটে বাচ্চারে নিয়া গেছিল। আবার শুনছি মারধরও করছে। এ (বৃষ্টি) কি মানুষ?’

মায়ের কোলে সুমাইয়া

সুমাইয়ার মা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওরে পাওয়া গেছে শুনে আমার ভাই-বোন, আত্মীয়-স্বজনরা অনেকেই আসছে। কালকে থানা থেকে রাত সাড়ে ৯টায় বাড়ি আসছি। আইসা দেখি সারা এলাকার মানুষ আমাদের বাড়ি ঘিরে আছে। অনেক রাত পর্যন্ত লোকজন ছিল। সকালেও লোকজন আইছে। শুনছি দুপুরে যখন আমরা আদালতে আছিলাম তখনও নাকি মানুষজন আইসা ঘুইরা গেছে।’

তিনি বলেন, ‘মাইয়াডা আমার খুব মিশুক। আশেপাশের সবাই ওরে আদর করে।

আমার বুকের মানিক ফিইরা পাইছি এই খবর পাওয়া পর দৌড়াইয়া থানায় গেছি। আমাদের দেইখা এই যে কান্না শুরু করছে আর থামে না।’  ফিরে আসার পর সুমাইয়ার ওপর অনেক ধকল যাচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে কথা হয় ফারুক আলম নামে এক পথচারীর সঙ্গে। সুমাইয়াদের বাড়ির রাস্তা দেখিয়ে দিয়ে তিনি বলেন, ‘কালকে ( বৃহস্পতিবার) আমার বাসার সবাই গেছিল সুমাইয়ারে দেখতে। কিন্তু ওরা ফিরছে রাতে। আজকে আবার গেছিলাম মাকে নিয়া। উনার খুব ইচ্ছে ছিল তাকে (সুমাইয়া) দেখে আসবে। এমনিতে খুব একটা হাঁটতে পারে না। কিন্তু আজকে হাঁটতে হাঁটতে আমার সঙ্গে সুমাইয়াদের বাড়ি পর্যন্ত গেলেন।’

সুমাইয়াকে দেখতে আসছেন অনেকেই

সুমাইয়াদের বাড়ির মালিক হাসনা-হেনা জানান, ‘গত কোরবানি ঈদের পর বৃষ্টি এই বাসা ছেড়েছে। এরপর কয়েকবার আসছে। কিন্তু ওইদিন আমার সঙ্গে দেখা হয় নাই। সুমাইয়া সবার সঙ্গে মিশে। ওরে বাইরে পাইয়া হাত ধইরা নিয়া গেছে বৃষ্টি। ওর কোন পোলা-মাইয়া ছিল না। শুনছি ওর (বৃষ্টি) নাকি ছোট পোলাপান বিক্রি করার ব্যবসা আছে।’

৩ এপ্রিল বাসা থেকে অপহৃত হয় সুমাইয়া। এরপর ২৬ এপ্রিল ভোররাতে কদমতলী থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সাবিনা আক্তার বৃষ্টি (২৮) নামের এক তরুণী ও তার বাবা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে বৃষ্টির আরও তিন বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

২৭ এপ্রিল ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উদ্ধার হওয়ার তথ্য জানান ডিএমপি লালবাগ বিভাগের ডেপুটি কমিশনার ইব্রাহিম খান। তিনি বলেন, বাড়িটির মালিক হাসনা হেনার সঙ্গে মাঝে মধ্যে দেখা করতে যেতো বৃষ্টি। ৩ এপ্রিলও বাড়িওয়ালির কাছে গিয়েছিল সে। কিন্তু তাকে না পেয়ে সুমাইয়ার মায়ের সঙ্গে কথা হয় তার। কিছুক্ষণ পর বাড়ি থেকে বেরিয়ে যায় বৃষ্টি। বেরিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে সুমাইয়াকে পেয়ে তাকে হাত ধরে কথা বলতে বলতে নিয়ে যায় সে।

‘মেয়েকে পেয়ে মনে হয় জীবন ফিরে পাইছি’

কি কারণে তাকে অপহরণ করা হয়েছিল এ প্রশ্নের জবাবে ডিসি বলেন, ‘কী কারণে সুমাইয়াকে অপহরণ করা হয়েছে তা আমরা এখনও নিশ্চিত নই। তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল সেই প্রসঙ্গে আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। তবে মাঝে মধ্যে ভারতে যাতায়াত করতো বৃষ্টি। তার কোনও সন্তান নেই। তাকে ১১ বছর বয়সে তার মা অন্যত্র বিক্রি করে দিয়েছিল বলেও আমাদের কাছে তথ্য রয়েছে।’

এদিকে অপহরণের ঘটনার গ্রেফতারকৃত দুই আসামি বৃষ্টি ও তার বাবা সিরাজ মিয়া ওরফে বাবুলকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিমের আদালত।

ছবি: সাজ্জাদ হোসেন

আরজে/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা