X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘কওমি সিলেবাস শিক্ষার তাৎপর্য রক্ষা করছে কি?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ১২:২৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১২:৪৮

ফিরোজ আহমেদ ধর্মীয় শিক্ষার সমালোচনা করা হচ্ছে এমন নয়। কিন্তু শিক্ষার একটা তাৎপর্য থাকে সেটি কওমি পাঠ্যক্রম রক্ষা হচ্ছে কিনা সেই প্রশ্ন জরুরি। বাংলা ট্রিবিউন আয়োজিত ‘কওমি পাঠ্যক্রম ও যুগের চাহিদা’ শীর্ষক বৈঠকিতে গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক ফিরোজ আহমেদ এ কথা বলেন। তিনি মনে করেন দেওবন্ধের মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো তাদের কার্যক্রম শুরু করলেও তাদের জায়গা ক্রমাগত সংকুচিত করেছে তারা নিজেরাই।

আলোচনায় ফিরোজ আহমেদ বলেন, একসময় পকিস্তানের শিক্ষানীতি এমনভাবে করা হয়েছিল যাতে করে পশ্চিম পাকিস্তানে সেক্যুলার ও পূর্ব পাকিস্তানের শিক্সার্থীরা মাদ্রাসায় পড়ে। আবার পূর্ব পাকিস্তানর সেক্যুলার পরিবারগুলো সন্তান পাঠাবেন করাচিতে।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষার সমালোচনা নয়,  শিক্ষার তাৎপর্য থাকে সেখান থেকে বিচ্ছিন্ন করাই লক্ষ্য কিনা সেটা ভাবতে হবে। আফগান মুজাহিদদের তৈরি করতে কি ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল এবং বাংলাদেশের একটি অংশের মাদ্রাসা সংশ্লিষ্টরা যে প্রভাবিত হয়েছে নানা সময়ে সে বিষয়ে আলোচনা উত্থাপন করেন তিনি। তিনি বলেন, জিহাদি মনোভাবে তৈরি করতে আফগানিস্তানে অর্থ বিনিয়োগ করা হয়। আফগান মুজাহিদদের জন্য এমন সিলেবাস করা হয়েছিল।

কওমি মাদ্রাসার সনদের সরকারিভাবে স্বীকৃতির ঘোষণাসহ নানা বিষয় নিয়ে আলোচনা চলছে বাংলা ট্রিবিউন বৈঠকিতে। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জামিয়া আরাবিয়্যা দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, বাংলা ট্রিবিউনের জ্যেষ্ঠ প্রতিবেদক সালমান তারেক শাকিল ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।

বৈঠকিটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে টেলিভিশন চ্যানেল ৭১ এ। এ সম্পর্কিত যেকোনও সংবাদ পড়ুন www.banglatribune.com এ। বৈঠকিটি চলবে বেলা ১টা পর্যন্ত।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়