X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ট্যানারি মালিকদের দোষারোপ করছেন হতাশাগ্রস্ত ৩০ হাজার শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০১৭, ০৩:৪৭আপডেট : ০১ মে ২০১৭, ০৪:০৭

হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের বিষয়টি অনেক আগে থেকে বোঝা গেলেও মালিকরা তা গুরুত্বের সঙ্গে নেননি বলে মনে করেন শ্রমিকরা। সাভারে যেতেই হবে বুঝতে পেরে মালিকদের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে কথাও বলেছিল শ্রমিক ইউনিয়ন। কিন্তু মালিকরা সরকারের সঙ্গে আলোচনার সময় এ নিয়ে কিছুই বলেনি বলে অভিযোগ শ্রমিকদের। নিজেদের বর্তমান সংকটের পেছনে ট্যানারি মালিকদের দোষারোপ করছেন তারা।

হাজারীবাগে ট্যানারি শ্রমিকদের সমাবেশ জানা গেছে, বন্ধ হয়ে যাওয়া হাজারীবাগের ট্যানারিগুলোর প্রায় ৩০ হাজার শ্রমিকের দিন কাটছে হতাশায়। সাভারে স্থানান্তর হওয়া ট্যানারি অঞ্চলে নিজেদের জন্য বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করা হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তারা। কাজে পুরোপুরি যোগ দেওয়া পর্যন্ত মালিকরা বেতন দেবে কিনা তা নিয়েও দুশ্চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়ে আছে। সব মিলিয়ে মালিকদের ওপর অনাস্থা তৈরি হয়েছে শ্রমিকদের মধ্যে।

এদিকে জানা গেছে, সাভারে বর্তমানে কর্মরত শ্রমিকদের অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। তাদের থাকার মতো পর্যাপ্ত জায়গা নেই। ঠিকমত খাবারও পাচ্ছেন না অনেকে। বাধ্য হয়ে কাউকে কাউকে প্রতিদিন কাজ শেষে অনেকটা পথ পাড়ি দিয়ে হাজারীবাগে ফিরতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে ট্যানারি শিল্পকে কয়েক হাজার শ্রমিক বিদায় জানাতে পারে আশঙ্কা করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘হতাশা থেকে অনেক শ্রমিক হয়তো এই কাজে আর ফিরবে না। কেউ হয়তো রিকশা চালাবে, নয়তো অন্য কোনও পেশা বেছে নেবে। যারা অন্য কাজ পারে না তারা বাধ্য হয়ে এই পেশায় থাকবে।’

ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘সাভারে শ্রমিকদের থাকার মতো যথেষ্ট জায়গা নেই। কেউ কেউ খোলা আকাশের নিচে, কেউবা কারখানার ভেতরে অনেক কষ্টে ঘুমায়। সারারাত মশার উপদ্রব তো আছেই। সেখানে তাদের খাওয়া-দাওয়ায়ও সমস্যা হচ্ছে। কেউ কেউ কাজ শেষে হাজারীবাগ থেকে ফিরে এসে আবার সকালে কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদের জন্য মালিকরা যাতায়াতের ব্যবস্থাও করেননি। এই সমস্যার সমাধান কবে হতে পারে তা নিয়ে সংশয়ে আছেন শ্রমিকরা।’

মালিকদের ওপর অনাস্থা তৈরি হয়েছে উল্লেখ করে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বলেন, ‘আমরা অনেক আগে থেকেই জানতাম ট্যানারি সাভারে যাবে। তাই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মালিকদের সঙ্গে বিভিন্ন দাবি নিয়ে কথা বলা হয়েছে। সেখানে শ্রমিকদের জন্য বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল তৈরি করে দেবেন বলেও ট্যানারি মালিকরা চুক্তি করেছিলেন। কিন্তু তারা সরকারের সঙ্গে আলোচনার সময় আমাদের দাবির বিষয়ে কিছুই বলেনি। এ কারণে আমরা এখন বিরাট সংকটে পড়েছি।’

তবে এ অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসস্থান, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণের দিকটি তো সরকার দেখবে। আমাদের সঙ্গে শ্রমিকদের এ বিষয়ে কোনও চুক্তি হয়নি। সরকার যদি জমি দেয় তাহলে শ্রমিকরা সবই পাবে। যদিও আমরা শ্রমিকদের বলেছি, তাদের কাজের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত বেতন দেবো।’

কাজে যোগ না দেওয়া পর্যন্ত মালিকদের কাছ থেকে বেতন-বোনাস পাওয়ার প্রতিশ্রুতিতে কিছু হলেও স্বস্তি এসেছে শ্রমিকদের মধ্যে। এ প্রসঙ্গে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন বেতন দেবেন। এখন পর্যন্ত আমরা নিয়মিত বেতন পেয়েছি। কাজ ছাড়া বেতন নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। হয়তো মে মাস পুরোটাই আমাদের বসে থাকতে হবে। ফলে জুনে বোঝা যাবে মালিকরা আমাদের বেতন দেবেন কিনা।’

আগামী মাসের শেষ নাগাদ প্রায় ৭ হাজার শ্রমিক কাজে যোগ দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাভারে প্রস্তুতকৃত ১৫৫টি কারখানার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩৫টি কারখানায় প্রাথমিক কাজ (ওয়েট ব্লু) চালু করা হয়েছে। যেখানে কাজে যোগ দিয়েছেন মাত্র ৫০০ শ্রমিক। অন্যদিকে হাজারীবাগে বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বন্ধ করলেও সবশেষ কাজ গুছিয়ে নিচ্ছে শ্রমিকরা।’

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!