X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ঈদের পর ঐক্যবদ্ধ আন্দোলনের পরিকল্পনা বিএনপির

সালমান তারেক শাকিল
১৪ মে ২০১৭, ১০:১৩আপডেট : ১৯ মে ২০১৭, ২০:০৮

বিএনপি


আসন্ন ঈদুল ফিতরের পর-পরই ঐক্যবদ্ধ আন্দোলনের পরিকল্পনা করছে বিএনপি। ‘গণতন্ত্র ফিরিয়ে আনা’র দাবিকে সামনে রেখে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে রাজপথে নামতে চায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন দলটি। দলীয় মতাদর্শ ভিন্ন হলেও অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে দুই-একটি বাম ও ক্ষমতাসীন জোটের বাইরে থাকা দল এই ‘পরিকল্পনা’র সঙ্গে যুক্ত হবে বলে আশা করছে বিএনপি। দলটির একাধিক সিনিয়র নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য  জানান।

জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক আগে থেকেই এ ব্যাপারে আমরা বলেছি। সব রাজনৈতিক দলকে এই আন্দোলনে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আশা করি, ঈদের পরই আন্দোলন গতি পাবে।’

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ২০১৬ সালের ৩ জুলাই সংবাদ সম্মেলন করে দলমত নির্বিশেষে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক দিলেও কার্যকর কোনও উদ্যোগ নিতে পারেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর গত বছরের ১৩ জুলাই বিএনপির সিনিয়র নেতা এবং ১৪ জুলাই বুদ্ধিজীবী ও সাংবাদিকদের সঙ্গে তার বৈঠক হয়। জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবীদের আহ্বান ছিল, বিএনপি যেন জামায়াত প্রশ্নে দলের অবস্থান পরিষ্কার করে। এ নিয়ে  ওই বুদ্ধিজীবীদের সঙ্গে দলটির দূরত্বও সৃষ্টি হয়। যদিও  এ বছরের ১২ মার্চ খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও লেখক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার। গত ১০ মে ভিশন ২০৩০ তৈরির পেছনে এই বুদ্ধিজীবীদের সরাসরি অংশগ্রহণ ছিল।

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবীরা চান, যেকোনও মূল্যে সরকারবিরোধী অন্য রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যেন বিএনপি আন্দোলনে নামে। তাহলেই আন্দোলন সফল হবে বলে ধারণা বিএনপিপন্থী বুদ্ধিজীবীদের। এ ব্যাপারে ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো বরাবরই বলে এসেছি, সরকার স্বৈরাচারী মনোভাবাপন্ন। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কর্মসূচি গড়ে তোলা প্রয়োজন। বিএনপিই বলতে পারবে, এখন কী করবে।’

তবে বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, খালেদা জিয়া ঈদের পর ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আগ্রহী। ১৩ মে শনিবার রাজধানীতে দিনব্যাপী একটি সেমিনার আয়োজন করেছে বিএনপি। ওই সেমিনারে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীকে উদ্বোধনী সেশনে সভাপতিও করেছে দলটি। যদিও অসুস্থ থাকায় তার সেমিনারে অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত।

সূত্রের দাবি, সেমিনারে বদরুদ্দোজা চৌধুরীকে সভাপতি করা ইতিবাচক লক্ষণ। এক্ষেত্রে আগামী দিনে বিএনপির অন্যান্য অনুষ্ঠানে ভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের দেখা যেতে পারে।

কিছুদিন আগেও অধ্যাপক এমাজউদ্দীন আহমদ এ প্রতিবেদককে বলেছিলেন, সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে তার কথা হয়েছে। তিনি তাকে পরামর্শ দিয়েছেন অন্ততপক্ষে খালেদা জিয়া যেন ২০ দলীয় জোটের বাইরে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে টেবিল টক শুরু করেন।

এ ব্যাপারে আবদুল্লাহ আল নোমান বলেন, এর সূত্রধরেই রব সাহেব, কাদের সিদ্দিকীসহ বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে কথা হয়েছে। কাদের সিদ্দিকীর সঙ্গে দলের প্রধানের দেখাও হয়েছে। আমরা মনে করি, রাজনৈতিক মতানৈক্য থাকলেও গণতন্ত্রের স্বার্থে সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে যে প্রচেষ্টা, সেটা তো অব্যাহত আছে।’

স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঐক্যবদ্ধ আন্দোলনের সিদ্ধান্ত হয়নি। চিন্তাভাবনা আছে। নেক্সট বৈঠকের পর এ নিয়ে সিদ্ধান্ত হতে পারে।’

যদিও জামায়াতের বিএনপি-জোটে থাকা নিয়ে প্রশ্ন আছে। দলটিকে নিয়ে আপত্তির কথা কাদের সিদ্দিকীও প্রকাশ্যেই বলেছিলেন। ইতোমধ্যেই জামায়াতকে বিএনপির কয়েকটি বড় আয়োজনে দেখা যায়নি। ১০ মে ভিশন ২০৩০ সংবাদ সম্মেলনেও দলটির কেউ আসেননি। বিএনপির একাধিক সূত্র বলছে, এটি কৌশলগত আচরণ। জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় থাকবে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
দক্ষিণ আফ্রিকার তিন ফরম্যাটের কোচ কনরাড
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
শাহবাগ অবরোধ করেছেন আন্দোলনকারীরা 
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
মা দিবস উপলক্ষে কোথায় কী আয়োজন জেনে নিন
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
আবদুল হামিদের দেশত্যাগ ও আ.লীগ নিষিদ্ধের ইস্যুতে যা বললেন আইন উপদেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান