X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হলি আর্টিজানের মতো ঝুঁকি এখনও রয়েছে: ডেনমার্কের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৪:১৭আপডেট : ১৬ মে ২০১৭, ১৪:১৯

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি উইনথার বলেছেন, ‘গত বছরের জুলাইয়ে হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার পর আমরা সবাই ঝুঁকির মধ্যে ছিলাম। এখনও আমরা ঝুঁকির মধ্যে রয়েছি। আমাদের চলাফেরায় এখনও সীমাবদ্ধতা রয়েছে। হলি আর্টিজানের মতো জঙ্গি আক্রমণের ঝুঁকি এখনও আছে। তাই নিজেদের রক্ষার জন্য আমরা নিজেরাই নানান পদক্ষেপ নিচ্ছি।’
মঙ্গলবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ২ পুলিশ কর্মকর্তা, ১৭ বিদেশিসহ ২২ জনকে হত্যা করে সশস্ত্র সন্ত্রাসীরা। পরে সেখানে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়।
ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘আমার নিজের দেশেও (ডেনমার্ক) জঙ্গি আক্রমণের ঝুঁকি আছে।পৃথিবীতে ১৪০টি দেশে জঙ্গি হামলার ঝুঁকি রয়েছে। প্রত্যেকটি দেশে ঝুঁকির মাত্রা আলাদা। আমরা অন্য সহকর্মীদের সঙ্গে এসব বিষয়ে আলোচনা করে থাকি।’
রোহিঙ্গা বিষয়ে মিখাইল বলেন, ‘এটি একটি জটিল বিষয়। ইউরোপীয় ইউনিয়ন বা ডেনমার্ক এর কোনও সমাধান দেবে না। এটি দু’দেশ মিলেই সমাধান করতে হবে। তবে আমরা প্রতিটি দেশকে বলি আন্তর্জাতিক নীতি মেনে চলতে যাতে করে দীর্ঘমেয়াদি সমস্যার সমাধান হয়।’
মিয়ানমারের রাখাইন প্রদেশের অবস্থা সম্পর্কে মিকাইল বলেন, ‘সেখানে মানুষ মারা যাচ্ছে। আমরা সেখানে মানবিক সহযোগিতা দিচ্ছি।’
রামপাল প্রকল্প সম্পর্কে ডেনমার্কের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের জন্য এটি একটি বিতর্কিত বিষয়। বাংলাদেশ সরকার বা জনগণ এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে বা নেবে এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করবো না। আমরা মনে করি, এ অবস্থায় যতো বেশি পরিবেশের ওপর প্রভাব সম্পর্কিত স্টাডি করা যায় ততো ভালো।’
অনুষ্ঠান উপস্থাপনা করেন ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস।
/এসএইচজেড/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
রাঙামাটিতে দুই জনকে গুলি করে হত্যা
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
ত্বক তারুণ্যদীপ্ত দেখানোর ৮ টিপস 
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
ইসরায়েলগামী অস্ত্রের জাহাজ নোঙর করতে দেয়নি স্পেন
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক