X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠাতে আগ্রহী লেবানন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ২১:৫৯আপডেট : ১৬ মে ২০১৭, ২২:২১

ত্রিপোলির গভর্নরের সঙ্গে দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশের সঙ্গে ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবসায়ী প্রতিনিধিদল পাঠাতে আগ্রহী লেবানন। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র ত্রিপোলির গভর্নর রামজি নোহরার সঙ্গে বৈঠকের সময়ে গভর্নর এ আগ্রহের কথা জানান।

গত শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হলেও আজ মঙ্গলবার লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে রাষ্ট্রদূত মোতালেব সরকার বাংলাদেশের ব্যবসায়িক পরিস্থিতি বিষয়ে রামজি নোহরাকে অবহিত করেন। এসময় ঢাকায় ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর আগ্রহ ব্যক্ত করেন ত্রিপোলির গভর্নর। বাংলাদেশ সফরের সময়ে তাদের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দেন রাষ্ট্রদূত ।  

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মূলত ত্রিপোলি শহরে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নানা ধরনের সমস্যা নিয়ে আলোচনার জন্যই গর্ভনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত মোতালেব সরকার। তিনি এসময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য গভর্নরের সহায়তা চান।

ত্রিপোলির গর্ভনর রামজির সঙ্গে লেবাননে নিয়ুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক

রাষ্ট্রদূত বলেন, কিছু বাংলাদেশি কর্মী তাদের কর্মস্থলে ঠিকমতো বেতন পাচ্ছে না, ওভারটাইম করতে বাধ্য হচ্ছে এবং তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করা হচ্ছে না। এছাড়া বাংলাদেশিরা যেন হাসপাতালে স্বাস্থ্যসেবা পায় সেজন্যও গভর্নরকে অনুরোধ করেন তিনি।

এর জবাবে গভর্নর নোহরা রাষ্ট্রদূতকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এরপর রাষ্ট্রদূত ত্রিপোলি চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট তৌফিক ডাবৌসি এবং অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত তাদেরকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের বিষয়ে জানালে ডাবৌসি বলেন, এটি তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। তিনি রাষ্ট্রদূতকে আরও বড় আকারের বৈঠকে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ ব্যাখ্যা করার জন্য আবার ত্রিপোলি সফরের অনুরোধ জানান।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া