X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পাঠ্যবইয়ে ভুল: সংশোধনী ছয় মাসে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৭, ২১:৫৭আপডেট : ১৮ মে ২০১৭, ২২:০৩

অবশেষে ছয় মাস পর ২০১৭ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবইয়ের ভুল সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রথম শ্রেণির একটি, তৃতীয় শ্রেণির তিনটি এবং পঞ্চম শ্রেণির দু’টি বইয়ের সংশোধন বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এর আগে বইগুলোর সংশোধনী আনে এনসিটিবি।

পাঠ্যবইয়ের ভুল সংশোধনী ১


সংশোধনীতে বলা হয়, প্রথম শ্রেণির ‘আমার বাংলা বই’য়ের ৫৩ পৃষ্ঠায় ‘মৌ’ এর স্থলে হব ‘মউ’। তৃতীয় শ্রেণির ‘আমার বাংলা বই’য়ের ৬৮ পৃষ্ঠায় কুসুমকুমারী দাশের ‘আদর্শ ছেলে’ কবিতাটি ভুল করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর এনসিটিবি’র সংশোধনীতে কবিতাটির প্রথম লাইনে ‘আমাদের দেশে সেই ছেলে কবে হবে’ এর সংশোধনীতে করা হয়েছে ‘আমাদের দেশে হবে সেই ছেলে কেবে’। এছাড়া চতুর্থ লাইনে ‘মানুষ হতেই হবে’ এর সংশোধনী দিয়ে করা হয়েছে ‘মানুষ হইতে হববে’। নবম লাইনের ‘চাই’ কে চায় করা হয়েছে। কুসুমকুমারী দাসের সংক্ষেপিত কবিতাটির তথ্যসূত্রে বলা হয়েছে, কুসুমকুমারী দাসের কবিতা, সুমিতা চক্রবর্তী সম্পাদিত প্রকাশনা, কলকাতা-৭৩ এর ভারবি প্রকাশনা থেকে ২০০১ সালে প্রথম প্রকাশ।

তৃতীয় শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৫৮ পৃষ্ঠায় ‘আমাদের জাতির পিতা’ লেখাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মায়ের নাম লেখা হয়েছিল ‘সায়েরা বেগম’। এর স্থলে ‘সায়েরা খাতুন’ হিসেবে সংশোদনী দেয় এনসিটিবি।

পাঠ্যবইয়ের ভুল সংশোধনী ২

একই শ্রেণির ‘হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা’ (ইংরেজি ভার্সন) পিছনের কভারে ‘Heart’ এর স্থলে ‘hurt’ শব্দ দিয়ে সংশোধন করে দেওয়া হয়েছে। ‘ডু নট হার্ট এনিবডি’- বাক্যটি নৈতিকতা শেখানোর কাজে ব্যবহৃত হয়েছিল।

পঞ্চম শ্রেণির ‘আমার বাংলা বই’য়ের ৩ পৃষ্ঠায় ‘সমুদ’ এর স্থলে সংশোধনী দিয়ে ‘সমুদ্র’ এবং ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ২ পৃষ্ঠায় ‘ঘোষণা’ বানানটি ‘ঘোষণা’ হিসেবে সংশোধন করে এনসিটিবি।

এনসিটিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মো. মুনাব্বির হোসেন ও এনসিটিবি সদস্যের (প্রাথমিক শিক্ষাক্রম) স্বাক্ষর রয়েছে সংশোধনীতে স্বাক্ষর করেন। তবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে অন্যান্য ভুলগুলো শুধরে দেয়নি এনসিটিবি।

প্রাথমিকের প্রথম শেণির বইয়ে ওড়না নিয়ে যে বিতর্ক ছাগলের গাছে উঠে আম খাওয়ার চিত্র এবং উঠেছে তা আগামী শিক্ষাবর্ষের নতুন বইয়ে পরিমার্জন করা হবে বলেও জানান তিনি।

তবে  প্রাথমিকের প্রথম শেণির বইয়ে ওড়নাবিতর্ক ও ছাগলের গাছে উঠে আম খাওয়ার চিত্র আগামী শিক্ষাবর্ষের নতুন বইয়ে পরিমার্জন করা হবে বলে। এনসিটিবির চেয়ারম্যান নারায়ন চন্দ্র সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটি সংশোধনী দেওয়ার বিষয় নয়, আগামী বছর পরিমার্জন করা হবে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট