X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ শ্রম আইন সংস্কারে কাজ করবে ত্রিপক্ষীয় কনসালটেটিভ কাউন্সিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৭, ০১:০৭আপডেট : ১৯ মে ২০১৭, ০৪:২০

ইপিজেড

দিনভর দর কষাকষির পর রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) পূর্ণ শ্রম অধিকার প্রতিষ্ঠার জন্য সময় দরকার বলে সম্মত হয়েছে বাংলাদেশ ও সাসটেইন্যাবিলিটি কম্প্যাক্টের অংশীদাররা। বৃহস্পতিবার (১৮ মে) সাসটেইন্যাবিলিটি কম্প্যাক্টের তৃতীয় ফলোআপ বৈঠক শেষে যৌথ সমাপনী বিবৃতিতে এ কথা বলা হয়।

যৌথ বিবৃতিতে বলা হয়, খসড়া ইপিজেড বিলটি মন্ত্রিসভায় অনুমোদন করা হলেও সেটি পুনর্বিবেচনার জন্য প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ শ্রম আইন সংস্কারে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ত্রিপক্ষীয় কনসালটেটিভ কাউন্সিলকে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইপিজেড এলাকার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও সামষ্টিক দর কষাকষির (কালেকটিভ বার্গেনিং) এজেন্ট নিয়োগের অধিকার আছে। ইপিজেড আইন ও বাংলাদেশ শ্রম আইনকে আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতির সঙ্গে সামঞ্জস্য করার দাবি জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। এই শর্ত পূরণ না হলে তাদের শুল্ক সুবিধা প্রত্যাহারের আশঙ্কার কথাও জানানো হয় বিবৃতিতে। বিষয়টি আগামী মাসে আন্তর্জাতিক শ্রম কাউন্সিলে আলোচনা হবে।

বৈঠকের পর এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী মাসে আন্তর্জাতিক শ্রম কাউন্সিলে আমাদের কোনও সমস্যা হবে না। আমাদের আইন পরিবর্তন করতে সময় লাগবে এবং এটি আন্তর্জাতিক শ্রম সংস্থাও বুঝবে। এ বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি।’

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি ম্যাডেলিন টুইনিংগা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কিছু আইন আছে। সেটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতির সঙ্গে সম্পর্কিত। আইএলও কোনও আপত্তি দিলে আমরা নিরুপায়।’

উল্লেখ্য, ২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশ সরকার, আইএলও, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ‘কম্প্যাক্ট ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টস ইন লেবার রাইটস অ্যান্ড ফ্যাকটরি সেফটি ইন দ্য রেডিমেড গার্মেন্ট অ্যান্ড নিটওয়্যার ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করে। সাসটেইন্যাবিলিটি কম্প্যাক্ট হিসেবে পরিচিত এই উদ্যোগে ২০১৬ সালে যোগ দেয় কানাডা। এই কম্প্যাক্টের অগ্রগতি পর্যালোচনায় এর আগে ২০১৪ সালের অক্টোবরে বেলজিয়ামের ব্রাসেলস ও ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় দুইটি ফলোআপ বৈঠক অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে তৃতীয় ফলোআপ বৈঠকটি।

/এসজেড/এসএমএ/টিআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা