X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘চিকিৎসকদের গায়ে যারা হাত তুলেছে তাদের আইনের আওতায় আনতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ১৪:২৮আপডেট : ২১ মে ২০১৭, ২০:৩৫

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিএমএর মানববন্ধন

চিকিৎসকদের গায়ে যারা হাত তুলেছে, যারা মারধর করেছে তাদের আইনের আওতায় না আনা হলে বৃহত্তর কর্মসূচিতে যাবে চিকিৎসক সমাজ। রবিবার (২১ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনে চিকিৎসকদের ডাকা মানববন্ধনে এ কথা বলেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী। সেন্ট্রাল হাসপাতালে ভাঙচুর ও ডা. এ টি এম আব্দুল্লাহসহ ১০ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিএমএ’র ডাকে রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দেশের সব স্বাস্থ্য প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিএমএ মহাসচিব বলেন, ‘চিকিৎসকরা ভুল চিকিৎসা করে কিনা তা দেখার অথরিটি কি শিক্ষার্থীরা?’ দু’জন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অভিযোগের ভিত্তিতে দু’জন সিনিয়র চিকিৎসককে গ্রেফতার করা ঠিক হয়নি। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

একই স্থানে দাঁড়িয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ইকবাল আর্সলান প্রশ্ন তোলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কী করে এই হামলা করে?’ তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা চিকিৎসক সমাজ ব্যথিত। আমরা রাজপথে নামবো। আমরা জানি, কিভাবে এর জবাব দিতে হয়।’

শহীদ মিনারের সামনে ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষকদের মানববন্ধন

অন্যদিকে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) চিকিৎসকরা। মানববন্ধনে ঢামেক অধ্যক্ষ ডা. শফিকুল ইসলাম বলেন, ‘বিএমএ’র দেওয়া এই কর্মসূচিতে আমরা একাত্মতা জানিয়েছি, ভবিষ্যতেও একসঙ্গে থাকবো।  ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।’

ওই মানববন্ধনে অংশ নিয়ে ঢামেক হাসপাতালের চক্ষু বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনিসুর রহমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মতো পদে থেকে অধ্যাপক আমজাদ আলী কী করে শিক্ষার্থীদের উসকে দিতে পারেন, সে প্রশ্ন রাখেন তিনি।  তিনি মাথা ঠাণ্ডা না রেখে যেভাবে শিক্ষার্থীদের উত্তেজিত করলেন এটা কাম্য না।’

ডা. আনিসুর আরও বলেন, ‘চিকিৎসকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে বলেই আজ আমরা রাস্তায়। আমাদের নিরাপত্তা আমাদেরই দেখতে হবে। আমরা একতাবদ্ধ আছি, দাবি আদায় করবো।’

মানববন্ধনে অংশ নেওয়া ঢামেক নিউরো মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মনসুর হাবিব বলেন, ‘আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। এই অন্যায়ের বিচার করতে হবে। রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করার কথা ভাবতে হবে।’

/জেএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী