X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জাতীয় বাজটে কৃষি বরাদ্দ ২০ শতাংশ রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ০১:২৭আপডেট : ২২ মে ২০১৭, ০৩:১৬

২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজটে কৃষি বরাদ্দ ২০ শতাংশ রাখার দাবিতে সংবাদ সম্মেলনjpg সন্ন ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজটে কৃষি বরাদ্দ ২০ শতাংশ রাখার দাবি জানিয়েছে দেশের ১৪টি কৃষক সংগঠন। রোববার জাতীয় প্রেসসক্লাবে ‘জাতীয় বাজটের ২০% কৃষির জন্য বরাদ্দ চাই: বিশ্ব বাণিজ্য সংস্থা ও আইএমএ’র চাপে কৃষিতে ভর্তুকি হ্রাস খাদ্য নিরাপত্তার জন্য আত্মঘাতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ‘বিশ্ববাণিজ্য সংস্থা ও আন্তর্জাতিক মূদ্রা সংস্থা (আইএমএফ) বা এ ধরনের গাষ্ঠীর চাপে কৃষি ভর্তুকি কমানো হলে জাতীয় খাদ্য নিরাপত্তা এবং খাদ্যে সয়ংসম্পূর্ণ হওয়ার স্বপ্ন হুমকির মুখ পড়বে।’

সংবাদ সম্মেলনে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো যুক্তি তুলে ধরে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার ২০১৫-১৬ অর্থ বছরের তুলনায় বেড়ে যায় ২৯ শতাংশ। অথচ কৃষির জন্য বরাদ্দ বাড়ানো হয় মাত্র ১৮ দশমিক ৫৪ শতাংশ। এর আগের অর্থবছরে কৃষিখাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ৪ দশমিক ২১ শতাংশ। অথচ এ খাতে বরাদ্দ ছিল মাত্র ৪ দশমিক শূন্য ১ শতাংশ। মোট বাজেটের আকার বাড়লেও কৃষির জন্য বরাদ্দ কমে গেছে শূন্য দশমিক ১৯ শতাংশ। তাই কৃষি বরাদ্দ আগামী জাতীয় বাজেটে বাড়ানো প্রয়োজন।

সংবাদ সম্মলন থেকে সাতটি সুনির্দিষ্ট দাবি আসন্ন বাজেটে বিবেচনার জন্য তুল ধরা হয়।

সাত দফা দাবি

বাজটের আকার সামঞ্জস্য রেখে কৃষির জন্য বরাদ্দ বাড়াতে হবে, কৃষি ভর্তুকি বাড়াতে হবে।

ভুর্তুকির কার্যকর ব্যবহার নিশ্চিত করত হবে, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মূল্য কমিশন গঠন করত হবে।

ক্ষতিকর বিদশি বীজ আমদানি বন্ধ, বিটি বেগুন, গোল্ডেন রাইসসহ বিতর্কিত জিএমও কৃষি প্রবর্তন বন্ধ করতে হবে।

বীজ সার্বভমত্ব অর্জনে বিএডিসিকে আরও শক্তিশালী ও কার্যকর করত হবে।  

পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে বিশেষ বরাদ্দ দিতে হবে ও কৃষি জমির অকৃষিখাত ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

কৃষক বাঁচাতে নদী ভাঙন প্রতিরাধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বাজটে বরাদ্দ দিতে হবে। 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কাস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মাস্তফা কামাল আকন্দ, ইক্যুইটিবিডি’র সাধারণ সম্পাদক সৈয়দ আমিনুল হক, বাংলাদেশ কৃষক ফডারেশনের  সভাপতি বদরুল আলম, কেদ্রীয় কৃষক মৈত্রীর সভাপতি সাজেদা বেগম এবং বাংলাদেশ কৃষক ফেডারেশন (জাই) এর সভাপতি জায়েদ ইকবাল খান। 

/আরএআরার/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা