X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২০১৬ সালে যাত্রীবাহী নৌযান ডোবেনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ০২:৩৫আপডেট : ২২ মে ২০১৭, ০২:৩৯

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান (ফাইল ফটো) সব ধরনের প্রতিকূলতা থাকলেও আগের চেয়ে নৌপথ এখন সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও অপেক্ষাকৃত নিরাপদ। আগের তুলনায় নৌ দুর্ঘটনা কমে এসেছে। নৌযান মালিক, শ্রমিকদের সর্বাত্মক সহযোগিতা, বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদফতর, নৌ পুলিশ, কোষ্টগার্ড কর্মকর্তাদের কার্যকরী পদক্ষেপসহ সবার সম্মিলিত প্রচেষ্টা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির ফলে ২০১৬ সালে কোনও যাত্রীবাহী নৌযান ডোবেনি।
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান রবিবার রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী, বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান ড. প্রকৌশলী জ্ঞান রঞ্জন শীল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা’র সভাপতি মাহবুবউদ্দিন আহমদ, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির প্রধান উপদেষ্টা গোলাম কিবরিয়া টিপু, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, শ্রমিক নেতা শাহ আলম ও মো. জাহাঙ্গীর আলম।

২১ থেকে ২৭ মে পর্যন্ত দেশব্যাপী নবম বারের মতো ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ পালন করা হচ্ছে। এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহের মূল প্রতিপদ্য হচ্ছে ‘দেশ যাবে এগিয়ে যাত্রা হোক নিরাপদ, নৌ আইন মানব এটাই হোক মোর অঙ্গীকার’।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘নৌ দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। অতিরিক্ত যাত্রী হয়ে কেউ যাতে লঞ্চে ভ্রমণ না করতে পারেন, সে বিষয়ে সবাইকে আরও সচেতন করা হচ্ছে। আগে লঞ্চ তৈরি করে নৌপরিবহন অধিদপ্তর থেকে অনুমোদন নিতে হতো। এতে করে নৌযানে অনেক ত্রুটি থেকে যেতো। কিন্তু এখন তা আর সম্ভব নয়, এখন নৌযান তৈরির জন্য প্রথমেই নৌ অধিদফতর থেকে নকশা অনুমোদন নিতে হয়।’

শাজাহান খান আরও বলেন, ‘নৌপরিবহন অধিদপ্তরের জনসংখ্যা বৃদ্ধির ৯০ ভাগ কাজ শেষ করতে পেরেছি। বাকি কাজ শিগগিরই শেষ হবে।’

মন্ত্রী জানান, নৌপরিবহন অধিদফতরের সার্ভেয়ার আছে মাত্র ৪ জন, আর নৌযান রয়েছে ১০ হাজারের বেশি। নৌপরিবহন অধিদপ্তরের জন্য নতুন ২১ জন সার্ভেয়ার, ৫৪ জন ইন্সপেক্টর, ১০ জন পরীক্ষক, ৬ জন নেভাল আর্কিটেক্ট, সার্ভে অফিস ৯টি, ইন্সপেক্টর অফিস ১০টি, মেরিন কোর্ট একটি এবং দু’টি ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়েছে। এগুলোর বাস্তবায়ন হলে নৌ সেক্টরে সুশৃংখলা ফিরে আসবে।

উল্লেখ্য, বর্তমানে নৌ পরিবহন অধিদফতরে ৪জন সার্ভেয়ার, ৭ জন ইন্সপেক্টর, ২ জন পরীক্ষক, ৪টি সার্ভে অফিস, ৭টি ইন্সপেক্টর অফিস, একটি মেরিন কোর্ট এবং দু’জন ম্যজিস্ট্রেট বিদ্যমান রয়েছেন।

/এসআই/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়