X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিরোধী দল দায়িত্বপূর্ণ ভূমিকা রাখলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০২:১২আপডেট : ২৩ মে ২০১৭, ০২:১৭

শিরীন শারমিন চৌধুরী। ছবি: ইন্টারনেট সদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সরকারের পাশাপাশি বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সংসদ পরিচালিত হলে জনগণের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটে। সংসদে বিরোধী দল গঠনমূলক ও দায়িত্বপূর্ণ ভূমিকা রাখলে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব। সোমবার সংসদের উত্তর প্লাজায় কমনওয়েলথ পার্লামেন্টারি  অ্যাসোসিয়েশনের (সিপিএ) বাংলাদেশ শাখা আয়োজিত ‘সিপিএ ইয়ুথ রোড শো অন পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক অনুষ্ঠানে সিপিএ চেয়ারপার্সন শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন, ইংরেজি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দেড় শতাধিক শিক্ষার্থীকে সংসদীয় গণতন্ত্র সম্পর্কে ধারণা দিতে তৃতীয়বারের মতো এ ‘রোড শো’ অনুষ্ঠিত হলো।

বর্তমান তরুণ সমাজকে সংসদ সম্পর্কে অবহিত করতে এ ধরনের রোড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা ব্যক্ত করেন স্পিকার। তিনি বলেন, তরুণ সমাজের মাঝেই লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ নেতৃত্ব।

সিপিএ চেয়ারপার্সন বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র হয়তো পরিপূর্ণ কোনও ব্যবস্থা নয়। কিন্তু অন্য সব ব্যবস্থা হতে গণতন্ত্রই রাষ্ট্র পরিচালনার শ্রেষ্ঠ মাধ্যম। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রবর্তনের পর হতে সংসদীয় চর্চা ও সংসদীয় রীতিনীতি ক্রমেই উন্নত হচ্ছে।

তিনি বলেন, সিপিএ ডেমোক্রেসি, ডেভলপমেন্ট ও  ডাইভারসিটি -এই তিনটি ‘ডি’ কে ভিত্তি করে এগিয়ে চলেছে। বিশ্বের ২ দশমিক ৪ বিলিয়ন জনগণ সিপিএ-এর সঙ্গে সংযুক্ত। এর ৬০ ভাগই তরুণ সমাজ। এখানে রয়েছে ৫২টি সদস্য রাষ্ট্রের ১৮০টি পার্লামেন্ট। সিপিএ দারিদ্র, উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শিক্ষাসহ জনগণের নানা  সমস্যা  নিয়ে কাজ করে।

অনুষ্ঠানে স্পিকার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, হুইপ শহীদুজ্জামান সরকার এবং আওয়ামী লীগের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

/ইএইচএস/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া