X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি শিক্ষক সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০৩:৪০আপডেট : ২৩ মে ২০১৭, ০৩:৪৫

শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এবং আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। দাবি আদায় না হলে বাজেট ঘোষণার পর আগামী ৩১ জুলাই সারা দেশের শিক্ষকরা কর্মবিরতি পালন করবেন। এদিন শিক্ষকদের গণস্বাক্ষর এবং মানবন্ধন কর্মসূচিও পালিত হবে। ২২মে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি ও কর্মসূচি তুলে ধরেছেন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর ছিদ্দিক।

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন, প্রাথমিক শিক্ষার মতো মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করা হলে মাধ্যমিক স্তরের শিক্ষার মান আরও উন্নত হতো। বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করতে হবে। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদানেরও দাবি করেন তিনি।

সমিতির নেতৃবৃন্দ বলেন, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার লক্ষ্যে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ জুন থেকে ২০ জুন পর্যন্ত জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্য, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়।

এছাড়া ২৬ জুলাই সারা দেশে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করবেন শিক্ষকরা। ৩১ জুলাই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করা হবে। ১ থেকে ২০ আগস্ট জাতীয়করণের পক্ষে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের স্বাক্ষর সংগ্রহ এবং ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংগৃহীত স্বাক্ষরসহ স্মারকলিপি দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবুল কাশেম, সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম নুরুন্নাহার, সাংস্কৃতি সম্পাদক হেনা রাণী রায়, দফতর সম্পাদক মো. ইকবাল হোসেন, কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক আবু জামিল মো. সেলিম প্রমুখ।

/আরএআর/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক