X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংকের সকালের পরীক্ষাও বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৩:৪৩আপডেট : ২৩ মে ২০১৭, ১৪:২৩

প্রশ্নপত্র ফাঁস অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে গত শুক্রবার (১৯ মে) সকালে অনুষ্ঠিত পরীক্ষাও বাতিল করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওইদিন বিকালে একই পদের পরীক্ষা বাতিল করা হলেও সকালের পরীক্ষা নেওয়া হয়েছিল। এখন সেটিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। 

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সমন্বয়ক আবু তালেব জানান, পরীক্ষা বাতিল করা হলেও তা আবার নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তিনি বলেন, ‘এই পরীক্ষা আমরা নিতে চাই না। অনেক সমালোচিত হয়েছি। আমাদের পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাটি বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করবো।’

তবে শুভঙ্কর সাহা জানিয়েছেন, ওই পরীক্ষা নতুন করে নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুন তারিখে সিনিয়র অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল অগ্রণী ব্যাংক। ওই পোস্টের ২৬২টি শূন্য পদে নিয়োগের জন্য ওই বিজ্ঞপ্তি দিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। এর বিপরীতে প্রায় ২ লাখ ১০ হাজার চাকরি প্রার্থী আবেদন করেছিলেন। গত শুক্রবার ওই পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ছিল।

ঢাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ধারণক্ষমতার চেয়ে আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় ওই দিন সকাল ও বিকেল দুই ভাগে পরীক্ষার নেওয়ার কথা ছিল। পরীক্ষার জন্য শুক্রবার সময় নির্ধারণ থাকলেও এর আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতেই প্রশ্ন ফাঁস হয়।

/আরএআর/জিএম/এফএস/ 

আরও পড়ুন- 


সহসা হচ্ছে না বৃষ্টি

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা