X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ চাইলে নির্বাচনে সহায়তা দেবে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ১৮:৪৫আপডেট : ২৩ মে ২০১৭, ১৯:১০

  ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধণ শ্রিংলা (ছবি- অনলাইন থেকে সংগৃহীত)  

ভারতের রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশ যদি নির্বাচনে সহায়তা চায়, ভারত তা দিতে প্রস্তুত রয়েছে। মঙ্গলবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক বিটের  সংবাদকর্মীদের সংগঠন ডি-ক্যাব আয়োজিত ‘ডি-ক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে ভারতের আমাদের অবস্থান প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘আপনাদের কী দরকার তা আমরা বলবো না। আপনারা জানাবেন, কী দরকার? আমরা তা করবো।’ উদাহরণ হিসেবে তিনি বলেন, গত জুলাইয়ে গুলশানে জঙ্গি হামলার ঘটনার পর আমরা কিন্তু আপনাদের বলিনি- এটা করতে হবে, ওটা করতে হবে। এ ঘটনার পরপরই আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। তখন আমাদের প্রধানমন্ত্রী আপনাদের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন, আপনাদের কী দরকার? কমান্ডো ট্রেনিং, বিশেষ ইকুইপমেন্ট নাকি নজরদারি ইকুইপমেন্ট? আপনারা বলুন কী দরকার? একইভাবে নির্বাচনের বিষয়ে বাংলাদেশকে বলতে হবে, কী প্রয়োজন? আমরা তা করবো। কিন্তু অনুরোধ বাংলাদেশের কাছ থেকেই আসতে হবে।’

‘আগামী নির্বাচনের আগে তিস্তা চুক্তি হবে কিনা’ এমন প্রশ্নের জবাবে ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের প্রচেষ্টা হচ্ছে- আপনাদের অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে থাকা। তিস্তার পানি চুক্তি হবে কিনা বা কিভাবে হবে সেটি আমি জানি না। তবে এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব, এটি করা হবে।’

এর আগে সূচনা বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের এই রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার নিজস্ব বক্তব্যে বলেছেন, ‘আমার সরকার এবং আপনার সরকার এই চুক্তি করবে”।

/এসএসজেড/এসএমএ/টিএন/

আরও পড়ুন
জাতীয় নির্বাচনের খসড়া রোডম্যাপে ইভিএম নেই  

সম্পর্কিত
সর্বশেষ খবর
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
তামাক কর বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ লাখ তরুণের অকালমৃত্যু প্রতিরোধ সম্ভব
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না