X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে অর্থায়ন করতে আগ্রহী আইএফসি

শেখ শাহরিয়ার জামান
২৫ মে ২০১৭, ২৩:০৫আপডেট : ২৫ মে ২০১৭, ২৩:১৩

আইএফসি দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেঞ্চার ক্যাপিটাল বিভাগের প্রধান রুচিরা শুকলা (বাঁয়ে) ও বাংলাদেশে আইএফসি’র প্রধান ওয়েন্ডি ওয়ার্নার প্রথাগত অর্থায়ন প্রক্রিয়ার বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু সাফল্যের সম্ভাবনা বেশি— এমন নতুন প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায় ইন্টান্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। এর জন্য বাংলাদেশি নতুন উদ্যোক্তা খুঁজছে বিশ্বব্যাংকের এই সহযোগী প্রতিষ্ঠান।
আইএফসি দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেঞ্চার ক্যাপিটাল বিভাগের প্রধান রুচিরা শুকলা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কিছু কিছু অর্থায়ন প্রথাগত পদ্ধতিতে দেওয়া সম্ভব হয় না। এজন্য আমরা ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে অর্থায়ন করে থাকি।’
১৮ মাস আগে ভেঞ্চার ক্যাপিটাল বিভাগে তিনিই একমাত্র কর্মকর্তা ছিলেন। এখন সেখানে কাজ করছেন পাঁচ জন। গত ১২ মাসে ভারতে তারা সাতটি নতুন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।
রুচিরা শুকলা বলেন, ‘আইএফসি সাধারণত প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করে থাকে। কিন্তু এখন তারা নতুন সম্ভাবনাময় উদ্যোগে বিনিয়োগ করতে চায়। আমরা তাদের ঋণ না দিয়ে তাদের মালিকানায় অংশীদার হয়ে থাকি। পাঁচ বা সাত বছর পর ওই উদ্যোগ প্রতিষ্ঠিত হয়ে গেলে তখন আমাদের মালিকানা শেয়ার আমরা বিক্রি করে দেই।’
উদাহারণ হিসেবে রুচিরা তুলে ধরেন ভারতের নতুন একটি উদ্যোগের কথা। ওই প্রতিষ্ঠানটি শিক্ষা উপকরণ বিক্রি করে থাকে। ভারতের বড় শহরের বাইরের স্কুলগুলোতে পাঠদানের মান উন্নত নয়। নতুন কোম্পানি এসব প্রতিষ্ঠানে উন্নত শিক্ষা দেওয়ার জন্য একটি সমাধান বের করেছে। চতুর্থ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যত পাঠ্যক্রম রয়েছে, তার একটি ম্যাপ তৈরি করেছে ওই প্রতিষ্ঠানটি। এরপর প্রতিটি বিষয়ের বিভিন্ন অধ্যায়ের ওপর তারা উন্নতমানের ছোট ছোট ভিডিও তৈরি করেছে। এসব ভিডিও তারা মোবাইল ফোনের এসডি কার্ডের মাধ্যমে বিভিন্ন ছোট ছোট শহরে বিক্রি করছে।
রুচিরা বলেন, ‘এই উদ্যোগের ফলে বড় শহরের বাইরের শিক্ষার্থীরাও এখন উন্নত শিক্ষার সুযোগ পাচ্ছে। আমরা গত অক্টোবরে এই প্রতিষ্ঠানে বিনিয়োগ করার আগেই তারা ৫৩৭টি শহরে এসডি কার্ড সরবরাহ করত। আমাদের বিনিয়োগ পাওয়ার পর তাদের কার্যক্রম এখন ১৭শ শহরে ছড়িয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘প্রযুক্তিনির্ভর সমাধান দিতে সক্ষম— এমন উদ্যোক্তাদের আমরা খুঁজছি। আর আমরা এসব উদ্যোগে কেবল অর্থায়নই করব না, তাদের প্রয়োজনীয় অন্য সহযোগিতাও করব।’
বাংলাদেশেও আইএফসি এ ধরনের উদ্যোক্তাদের খুঁজছে উল্লেখ করে প্রতিষ্ঠানটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেঞ্চার ক্যাপিটাল বিভাগের প্রধান বলেন, ‘আমরা আগ্রহী উদ্যোক্তাদের খুঁজছি। তারা চাইলে তাদের ব্যবসায়িক মডেল নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা এমন নতুন উদ্যোক্তা খুঁজছি যারা ব্যবসা শুরু করেছে, যাদের অল্পসংখ্যক ক্রেতা আছে এবং যারা প্রাথমিক বিনিয়োগ সম্পন্ন করেছে।’
২০১৩ সালে বাংলাদেশে থ্রিজি নেটওয়ার্ক চালু হওয়ার পর প্রযুক্তিনির্ভর যোগাযোগ কয়েকগুণ বেড়েছে। রুচিরা বলেন, ‘ফোরজি চালু হলে প্রযুক্তির প্রতি নির্ভরতার পাশাপাশি খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যবসাও অনেকগুণ বাড়বে। আমরা অত্যন্ত আশাবাদী, বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে সক্ষম হব।’
/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা