X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ভাস্কর্য সরানোর পর সুপ্রিম কোর্টের প্রথম সকাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৭, ০৭:৫৩আপডেট : ২৬ মে ২০১৭, ১৬:৩৬

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে নির্মিত ভাস্কর্যটি বৃহস্পতিবার রাতে সরিয়ে নেওয়ার পর প্রথম সকাল বিষণ্ন। মূল গেটের সামনে জনা দশেক অ্যাক্টিভিস্ট দিনের পরের কর্মসূচি নিয়ে ছক কষছেন, ডান পাশে বসে রাতের ক্লান্তি দূর করছেন কয়েকজন পুলিশ। সব স্বাভাবিক, কেবল ভাস্কর্যটা আগের জায়গায় নেই। এদিকে, সুপ্রিমকোর্ট প্রাঙ্গণের অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপন করার কথা থাকলেও আজ (শুক্রবার) পুনঃস্থাপিত হচ্ছে না ভাস্কর্যটি।

ভোর পাঁচটার দিকে ঢাকা মেট্রো ন ১৬-১৫০৪ নম্বরের পিকআপ ভ্যানে করে ভাস্কর্যটি হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে রাখা হয়েছে।

সকালে মুল ফটকের সামনে থেকে দেখা যায়, ভাস্কর্যটির স্থানে একজন পুলিশ সদস্য ফাঁকা স্থানটির ছবি তুলছেন।

ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে গ্রিক দেবীর ভাস্কর্য। ছবি: নাসিরুল ইসলাম

এখানে অবস্থানরত অ্যাক্টিভিস্টদের একজন মিজান বলেন, ‘গাজীপুর থেকে রাতেই চলে এসেছি। এই সময়টার সাক্ষী হতে চাই।’

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের এক্টিভিস্ট খান আসাদুজ্জামান মাসুম শেষ ব্যক্তি, যিনি এখানে অপেক্ষা করছেন সকালে যারা আসবেন তাদের কর্মসূচি জানানোর জন্য। তিনি বলেন, ‘এ আপস আমাদের পরিচয়কে সংকটে ফেলে দেয়। আমরা এই ফাঁকা স্থান দেখতে চাই না। এখানেই এই ভাস্কর্য পুনঃস্থাপন করতে হবে।’

ভোরে ঘটনা দেখতে এসেছেন রায়সুল। প্রেসে কাজ করেন। রাতে টেলিভিশনে দেখে ভোরের অপেক্ষা করছিলেন। সকালে এসে ছবি তুলছেন তালা লাগানো মূল ফটকের বাইরে থেকে।

শুক্রবার ভোরে ভাস্কর্যটি অপসারণের পর নিয়ে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। ছবি: নাসিরুল ইসলাম

এর আগে চলে যাওয়ার মুহূর্তে ভাস্কর মৃণাল হক বাংলা ট্রিবিউনকে বললেন, ‘আমাকে বলা হয়েছিল আজকে স্থাপন হবে, আর হচ্ছে কি না জানি না।’ ভাস্কর্যটি গ্রিক দেবী থেমিসের বলে উল্লেখ করা হলেও তা বাঙালি মেয়ের ভাস্কর্য বলে উল্লেখ করেছেন নির্মাতা ভাস্কর মৃণাল হক।

গত নভেম্বরে ভাস্কর্যটি স্থাপন করার পর থেকেই ধর্মভিত্তিক একটি গোষ্ঠী আন্দোলন করে আসছে।

এদিকে, ভাস্কর্য সরানোর প্রতিবাদে রাতেই বিক্ষোভ করে গণজাগরণ মঞ্চসহ প্রগতিশীল কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রায় চার ঘন্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: 

ভাস্কর্য সরিয়ে নেওয়ায় ফেসবুকে ঝড়

ভাস্কর্যটি এখন অ্যানেক্স ভবনের পানির পাম্পের পাশে (ভিডিও)

ভিডিওতে ভাস্কর্য সরানোর কাজ

ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ

ভাস্কর্যটি যেখানে সরানোর কাজ চলছে

প্রধান বিচারপতিই ভাস্কর্য স্থানান্তরের নির্দেশ দিয়েছেন: অ্যাটর্নি জেনারেল

ভাস্কর্য সরানোয় প্রধানমন্ত্রীকে হেফাজতের ধন্যবাদ

সুপ্রিম কোর্টের ভাস্কর্য সরানোর কাজ চলছে

/আরজে/ইউআই/এসএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই