X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ধূমপায়ীকে সবার সামনে লজ্জা দিতে হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৪:৫৪আপডেট : ২৭ মে ২০১৭, ১৭:৫৮

ধূমপায়ীকে সবার সামনে লজ্জা দিতে হবে: আইনমন্ত্রী

যারা ধূমপান করেন তাদেরকে সবার সামনে লজ্জা দিতে হবে। তখনই কেবল তিনি ধূমপান থেকে বিরত থাকবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘প্রজ্ঞা টোবাকো কন্ট্রোল জার্নালিজম অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও আত্মা (অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স)।

আইনমন্ত্রী বলেন, ‘ধূমপানের কারণে যারা ধূমপান করেন এবং যারা করেন না সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। তামাক ধীরে ধীরে তরুণদের নেশার দিকে ঠেলে দেয়। এটা সবচেয়ে ক্ষতি করে দেশের সবচেয়ে বড় শক্তি যুবকদের। যারা তামাকে আসক্ত হলে দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা।’ 

পুরস্কার গ্রহণ করছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক শফিকুল ইসলাম

তিনি আরও বলেন, ‘ধূমপান ও তামাকমুক্ত দেশ গড়তে হবে। নীতিমালায় আছে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। কেউ করলেই তাকে পুলিশে সোপর্দ করতে হবে। অথচ আমরা কেউ এটা করি না। শুধু নীতিমালা দিয়ে কিছু হবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

তামাকের ক্ষতিকর দিক ও তামাকবিরোধী প্রতিবেদন এর পাঁচ ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে প্রজ্ঞার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিজন সাংবাদিককে ৫০ হাজার টাকার চেক, সম্মাননা ক্রেস্ট এবং সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়েছে। 

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা

পুরস্কারপ্রাপ্তরা হলেন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের  সাংবাদিক শফিকুল ইসলাম, যমুনা টিভির সাংবাদিক সুশান্ত সিনহা, দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক পরিমল পালমা, দৈনিক যুগান্তরের সাংবাদিক হামিদুজ্জামান মামুন এবং বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক কীর্তনখোলার সাংবাদিক গোলাম মর্তুজা। এছাড়া শিশু ক্যাটাগরিতে বিডি নিউজ টোয়েন্টিফোরের হ্যালো-এর শিশু সাংবাদিক সাদিক ইভান পুরস্কার পেয়েছে। 

প্রতিবেদনগুলো নির্বাচনে ১০ সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আা ম স আরেফিন সিদ্দিক। তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকাল পত্রিকার ডেপুটি এডিটর মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের ও আত্মার কনভেনর মতুর্জা হায়দার লিটন ও কো-কনভেনর নাদিরা কিরণ।

 /আরএআর/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ