X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ধূমপায়ীকে সবার সামনে লজ্জা দিতে হবে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৭, ১৪:৫৪আপডেট : ২৭ মে ২০১৭, ১৭:৫৮

ধূমপায়ীকে সবার সামনে লজ্জা দিতে হবে: আইনমন্ত্রী

যারা ধূমপান করেন তাদেরকে সবার সামনে লজ্জা দিতে হবে। তখনই কেবল তিনি ধূমপান থেকে বিরত থাকবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে ‘প্রজ্ঞা টোবাকো কন্ট্রোল জার্নালিজম অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ও আত্মা (অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স)।

আইনমন্ত্রী বলেন, ‘ধূমপানের কারণে যারা ধূমপান করেন এবং যারা করেন না সবাই সমানভাবে ক্ষতিগ্রস্ত হয়। তামাক ধীরে ধীরে তরুণদের নেশার দিকে ঠেলে দেয়। এটা সবচেয়ে ক্ষতি করে দেশের সবচেয়ে বড় শক্তি যুবকদের। যারা তামাকে আসক্ত হলে দেশের উন্নয়নে সবচেয়ে বড় বাধা।’ 

পুরস্কার গ্রহণ করছেন বাংলা ট্রিবিউনের সাংবাদিক শফিকুল ইসলাম

তিনি আরও বলেন, ‘ধূমপান ও তামাকমুক্ত দেশ গড়তে হবে। নীতিমালায় আছে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। কেউ করলেই তাকে পুলিশে সোপর্দ করতে হবে। অথচ আমরা কেউ এটা করি না। শুধু নীতিমালা দিয়ে কিছু হবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।’

তামাকের ক্ষতিকর দিক ও তামাকবিরোধী প্রতিবেদন এর পাঁচ ক্যাটাগরিতে ছয়জন সাংবাদিককে প্রজ্ঞার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিজন সাংবাদিককে ৫০ হাজার টাকার চেক, সম্মাননা ক্রেস্ট এবং সম্মাননা সার্টিফিকেট দেওয়া হয়েছে। 

পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা

পুরস্কারপ্রাপ্তরা হলেন, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের  সাংবাদিক শফিকুল ইসলাম, যমুনা টিভির সাংবাদিক সুশান্ত সিনহা, দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক পরিমল পালমা, দৈনিক যুগান্তরের সাংবাদিক হামিদুজ্জামান মামুন এবং বরিশালের স্থানীয় পত্রিকা দৈনিক কীর্তনখোলার সাংবাদিক গোলাম মর্তুজা। এছাড়া শিশু ক্যাটাগরিতে বিডি নিউজ টোয়েন্টিফোরের হ্যালো-এর শিশু সাংবাদিক সাদিক ইভান পুরস্কার পেয়েছে। 

প্রতিবেদনগুলো নির্বাচনে ১০ সদস্যের জুরি বোর্ডের প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আা ম স আরেফিন সিদ্দিক। তিনি পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সমকাল পত্রিকার ডেপুটি এডিটর মোজাম্মেল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের ও আত্মার কনভেনর মতুর্জা হায়দার লিটন ও কো-কনভেনর নাদিরা কিরণ।

 /আরএআর/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই