X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

থেমিসকে যেভাবে বলা হচ্ছে ‘বাঙালি নারী’

উদিসা ইসলাম
২৮ মে ২০১৭, ০৩:৪৪আপডেট : ২৮ মে ২০১৭, ০৬:১৯

পুনঃস্থাপিত ভাস্কর্য গ্রিক দেবী সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য স্থাপনের পর সেটিকে গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি বলা হলেও বৃহস্পতিবার (২৫ মে) সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর ভাস্কর মৃণাল হক বলেন, ‘থেমিসের সঙ্গে এই ভাস্কর্যের কোনও মিল নেই। এটি বাঙালি নারীর প্রতিকৃতি। এটি কোনোভাবেই গ্রিক দেবী নয়।’

কেন হঠাৎ বাঙালি নারী প্রমাণে তিনি ব্যস্ত হয়ে উঠলেন প্রশ্নে  বাংলা ট্রিবিউনকে মৃণাল হক বলেন, ‘আমি বরাবরই বলেছি, এটি কোনও দেবীর প্রতিকৃতি নয়। এটি বাঙালি নারী। তাহলে কেন এই বিতর্ক। এই বিতর্ক যে উঠবে, তা আমি আগেই বুঝতে পেরেছিলাম।’

গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য শনিবার (২৭ মে) রাত দেড়টার দিকে অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে। এর আগে রাত আটটা থেকে পুনঃস্থাপনের কাজ শুরু হয়। রাত এগারোটার সময় ভাস্কর মৃণাল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২৫ মে) রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের নেতৃত্বে ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরানো হয়। শুক্রবার ও শনিবার সেটি হাইকোর্টের অ্যানেক্স ভবনের ভেতরে পানির পাম্পের পাশে রাখা ছিল।

বিশ্বজুড়ে ন্যয়বিচারের প্রতীক হিসেবে গ্রিক দেবী থেমিস স্বীকৃত। সেখানে শাড়ি পরিয়ে নারীর হাতে এই ন্যয়বিচারের প্রতীক ধরিয়ে দিলে সেটি বাঙালি নারী হবে কিনা প্রশ্নে মৃণাল হক বলেন, ‘আমি আবারও বলছি, এটা কোনও গ্রিক দেবীর মূর্তি নয়। বরং বাঙালি নারীর ভাস্কর্য। আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে করা। এটার প্রচলন আছে সবখানেই। ন্যায় বিচারকের ভূমিকায় বাঙালি নারীর অবয়ব দেখাতে চেয়েছি আমি। কেননা, বিশ্বজুড়ে বিচারালয়ে ন্যায় বিচারের প্রতীক হিসেবে যে লেডি জাস্টিজের ভাস্কর্য প্রচলিত, সেটি আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না।’ কিন্তু এই ব্যাখ্যা কতটা কার্যকর বা কেন এই ব্যাখ্যায় আসতে হলো প্রশ্নে তিনি বলেন, ‘এখন এসব আলাপ জটিলতা বাড়াবে।’

গত ফেব্রুয়ারি মাসের শুরুতে  ভাস্কর্যটি অপসারণের দাবি নমনীয় থাকলেও এখন তা হুমকিতে রূপ নিয়েছে। এক পর্যায়ে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দিয়ে হেফাজত বলে, ৯৫ শতাংশ মুসলমানের দেশে মসজিদের নগরী ঢাকাকে মূর্তি/ভাস্কর্যের নগরীতে পরিণত করার ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়িত হতে দেওয়া হবে না। এই স্মারকলিপিকে মূল্যায়ণ করা না হলে, শাপলা চত্বরের মতো আরেকটি জনসমুদ্রের জন্য প্রস্তুত থাকতে হবে। এই হুমকি ও শঙ্কার জায়গা থেকে তিনি গ্রিক দেবী থেমিসকে বাঙালি নারী বলতে বাধ্য হচ্ছেন কিনা প্রশ্নে মৃণাল হক বলেন বলেন, ‘বিদেশে বেশিরভাগ নারীরূপী ভাস্কর্যের ক্ষেত্রে গাউন ও মেক্সি পরা দেখা যায়। আমাদের দেশে নারীদের পোশাক শাড়ি বলে সেটিই ব্যবহার করা হয়েছে।’

/ইউআই/ এপিএইচ/

আরও পড়ুন:

সুপ্রিম কোর্টে ভাস্কর্য পুনঃস্থাপন করা হলো

ভাস্কর্য পুনঃস্থাপন কাজ দু’দফা ফেসবুকে লাইভ করলেন মৃণাল হক

ভাস্কর্য নিয়ে মন্তব্য করা বিপজ্জনক: অ্যাটর্নি জেনারেল

সুপ্রিম কোর্টের ভেতরে-বাইরে কড়া নিরাপত্তা

সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবন চত্বরে যেভাবে স্থাপিত হলো ভাস্কর্য (ভিডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
পোড়া রোগীদের যন্ত্রণা বাড়াচ্ছে তাপপ্রবাহ
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট