X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভাস্কর্য স্থাপন মূর্তিপূজা নয়: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০১৭, ২১:১২আপডেট : ২৮ মে ২০১৭, ২১:১৪

 

জাসদ আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (ছবি: ফোকাস বাংলা) দেশের সব ভাস্কর্যকে রক্ষা করে ভাস্কর্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অপরাজনীতির জিগির তোলার চেষ্টা কঠোরভাবে দমনের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘ভাস্কর্য নির্মাণ ও স্থাপন মূর্তিপূজা নয়, ভাস্কর্যের কারণে ধর্মের অসম্মান হয় না।শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চা ধর্মকে অসম্মান করা নয়।’ রবিববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আয়োজিত  মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, ‘ভাস্কর্য বাংলাদেশ ও পৃথিবীর হাজার হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ ও প্রকাশের একটি গুরুত্বপূর্ণ শিল্প মাধ্যম।’ তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ করেছি, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মৃণাল হকের ভাস্কর্য স্থাপনের পর থেকেই হেফাজতে ইসলাম ও তেঁতুল হুজুর গোষ্ঠী ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, সুপ্রিম কোর্টের ভাস্কর্যকে উপলক্ষ করে হেফাজতের সাম্প্রদায়িক চক্র বাংলাদেশের সব ভাস্কর্যের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা ভাস্কর্যকে কেন্দ্র করে কার্যত অতীতের সাম্প্রদায়িক জঙ্গিবাদী অপরাজনীতির জিগির তোলার চেষ্টা করছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যে সাম্প্রদায়িক রাজনীতিকে পেছনে ফেলে আমরা সম্প্রীতি ও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি, সেই অগ্রযাত্রাকে বাধা দেওয়ার জন্য সাম্প্রদায়িক গোষ্ঠী আবার চক্রান্তের রাজনীতির আশ্রয় নিচ্ছে। বাংলাদেশের সংবিধান সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য, ভাস্কর্য নির্মাণ ও স্থাপনের অধিকার দেয়। সংবিধানের এ অধিকার ধর্মবিরোধী নয়, ধর্মের অসম্মানও নয়, এটি দেশের ইতিহাস ও সংস্কৃতি রক্ষার মৌলিক অধিকার। এ অধিকার রক্ষার জন্য সব ভাস্কর্য ও শিল্প-সাহিত্যচর্চা অক্ষুণ্ন রাখা সরকার ও প্রশাসনের পবিত্র দায়িত্ব। জাসদ আশা করে, সরকার সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সফলভাবে এ দায়িত্ব পালন করবে।’

 /এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী