X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দেশে প্রতিবছর ধূমপানের ক্ষতির শিকার এক কোটি নারী: মানস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৭:৫৭আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:০১

মানস এর আলোচনা সভায় পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ অন্য অতিথিরা

বাংলাদেশে পুরুষদের তুলনায় নারীরা অনেক কম মাত্রায় ধূমপান করেন। তবুও প্রতিবছর পুরুষদের পরোক্ষ ধূমপানে ক্ষতির শিকার হচ্ছেন অধূমপায়ী ১ কোটি নারী।  এ তথ্য জানিয়েছে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)। সংস্থাটি বলছে, পৃথিবীতে মানুষের অকাল মৃত্যুর বেশিরভাগ কারণই তামাক।  

সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'বিশ্ব তামাক মুক্ত দিবস-২০১৭' উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান মানসের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপ রতন চৌধুরী।

ডা. অরূপ রতন চৌধুরী বলেন, মানুষের মৃত্যুর ৮টি প্রধান কারণের মধ্যে ৬টির সঙ্গেই তামাক জড়িত। তাই তামাকের উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে। বাংলাদেশে এখনও তামাক উৎপাদনের হার তুলনামূলক অনেক বেশি।  এসময় তামাকের ওপর বাড়তি কর আরোপের দাবিও তোলেন তিনি।

তিনি জানান, ইদানিং দেখা যাচ্ছে অনেকে তামাকের সিগারেট ছেড়ে দিতে ই-সিগারেট ব্যবহার করেন। অথচ তাদের জানা প্রয়োজন তামাকের সিগারেটের তুলনায় ই-সিগারেট শরীরের জন্য বেশি ক্ষতিকর। ফলে ই-সিগারেটের ব্যবহার বন্ধের উদ্যোগ নিতে হবে এবং সাধারণ মানুষকে সচেতন করতে হবে।  

তিনি বলেন, পুরুষের ধূমপানের কারণে অধুমপায়ী ১ কোটি নারী প্রতিবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন।  প্রতিবছর তামাক ব্যবহারের কারণে এক লাখ মানুষের মৃত্যু হয়। এছাড়া বাংলাদেশে ৪ কোটি ৬০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ধোঁয়া ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহার করে থাকে।

সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঈদের পরে ঢাকাতে ধূমপান ও মাদকবিরোধী অভিযান জোরালো করা হবে। এরই ফলশ্রুতিতে প্রকাশ্যে ধূমপানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানান তিনি।

মানসের সভাপতি ড. অরূপ রতন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও মানসের সাধারণ সম্পাদক ইলিয়াস কাঞ্চন প্রমুখ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা