X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রের হাত-পা বেঁধে কেটে দেওয়া হলো চুল

দিনাজপুর প্রতিনিধি
২৯ মে ২০১৭, ২২:৩৬আপডেট : ২৯ মে ২০১৭, ২২:৫৮

দিনাজপুরে এক ছাত্রের কেটে দেওয়া হলো চুল

দিনাজপুরের বীরগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতনের পর চুল কেটে দেওয়া হয়েছে। সহপাঠীর সঙ্গে প্রেম করার অভিযোগে ওই স্কুলছাত্রকে নির্যাতন করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

নির্যাতনের শিকার ওই ছাত্রের নাম সাব্বির হোসেন উজ্জ্বল (১৫)। সে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও রাঙ্গালীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

জানা যায়, গত ২৪ মে রাত ৮টার দিকে উজ্জ্বল জামতলী বাজারে মোবাইলে টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এসময় তাকে বাজার থেকে ধরে নিয়ে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ আলীর বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে জাহেদ আলী, তার বড় ভাই ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ কয়েকজন মিলে উজ্জ্বলের হাত-পা বেঁধে মারধর করে ও তার মাথার চুল কেটে দেয়। সংবাদ পেয়ে স্থানীয় শতগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বারের সহযোগিতায় উজ্জ্বলকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উজ্জ্বলের ভাই খোকন জানান, একই শ্রেণিতে পড়ার সুবাদে তার ভাইয়ের সঙ্গে ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ আলীর মেয়ের কথাবার্তা হতো। এটাকে প্রেমের সম্পর্ক মনে করে জাহেদ আলী ও তার বড় ভাই গোলাম মোস্তফাসহ লোকজন মিলে উজ্জ্বলকে মারধর করে। শুধু তাই নয়, তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে। মারধর করার ফলে তিনদিন উজ্জ্বলকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে বলে জানান তিনি। 

দিনাজপুরে এক ছাত্রের কেটে দেওয়া হলো চুল

এ বিষয়ে ঝাড়বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, ওই ছেলে গভীর রাতে তার ভাইয়ের বাড়িতে প্রবেশ করে। তাই বাড়ির লোকজন ও স্থানীয়রা মিলে তাকে আটক  করে মারধর করে চুল কেটে দেয়। এখানে তার কিংবা তার ভাইয়ের কোন ভূমিকা ছিল না বলে জানান তিনি।

শতগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম জানান, এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অভিযোগ দেওয়ার জন্য উজ্জ্বলের পরিবারকে জানানো হয়। পরে উজ্জ্বলের পরিবার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় থানায় অভিযোগ করতে বলেন চেয়ারম্যান। 

দিনাজপুরে প্রেমের অভিযোগে মাথার চুল কেটে দেওয়া হলো এক ছাত্রের

ইউপি চেয়ারম্যান কেএম কুতুবউদ্দিন বলেন, উজ্জ্বলের বড় ভাই খোকন আমার কাছে অভিযোগ করেছে। কিন্তু এই ঘটনার বিচার করার এখতিয়ার আমার না থাকায় থানায় অভিযোগ করতে বলেছি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। কেউ কোনও অভিযোগও দায়ের করেনি। তবে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

/বিএল/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সারা দেশে আরও ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ জারি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি