X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর ফ্লাইট থেকে ফেরত গেলো বিএফসিসির খাবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ০৩:৩৮আপডেট : ৩০ মে ২০১৭, ০৩:৪০

ছবি: ইন্টারনেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা-আইএইএ-র ৬০ বছর পূর্তি সম্মেলনে যোগ দিতে ভিয়েনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ রাঙ্গাপ্রভাত। সেই ফ্লাইটে খাবার সরবরাহ করে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)। তবে অন্যান্য খাবারের সঙ্গে থাকা স্যুপের ফ্লাক্স ফ্লাইট থেকে ফেরত দেয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে কি কারণে ফেরত দেওয়া হয়েছে; তা নিশ্চিতভাবে জানা যায়নি।

সূত্র জানায়, মঙ্গলবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ রাঙ্গাপ্রভাতে প্রধানমন্ত্রীর ফ্লাইটের খাবার উঠানো হয়। নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর সদস্যরা অন্যান্য খাবারের সঙ্গে থাকা স্যুপের ফ্লাক্স ফ্লাইট থেকে ফেরত দেন।

বিমান সূত্র জানায়, প্রধানমন্ত্রীর বহরে খাবার অত্যন্ত সতর্কতার সঙ্গে সরবরাহ করা হয়। খাবার প্রস্তুত থেকে সরবরাহ পর্যন্ত পুরো প্রক্রিয়া নিরাপত্তা বাহিনীর পর্যবেক্ষণের আওতায় থাকে। এবারও সেই প্রক্রিয়া মেনে খাবার সরবরাহ করা হয়েছে। খাবার প্রস্তুত শেষে বিমানের মেডিক্যাল অফিসার ও সিভিল সার্জন সে খাবার খান, তিন ঘণ্টা পর্যন্ত তাদের কোনও প্রকার ক্ষতি না হওয়ার পর খাবারগুলো প্যাকেট করা হয়। এরপর খাবারগুলো একটি রুমে সিলগালা করে রাখা হয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে। সকালে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই খাবারগুলো ফ্লাইটে উঠানো হয়। সেখান থেকে স্যুপের ফ্লাক্স ফেরত দেওয়া হয়।

এ প্রসঙ্গে বিমানের একজন কর্মকর্তা বলেন, স্যুপের ফ্লাক্সটি যদি নিরাপত্তার জন্য হুমকি হতো; তবে ফেরত না দিয়ে পরীক্ষা নিরিক্ষার জন্য জব্দ করা হতো। কিন্তু সে রকম কোনও ঘটনা ঘটেনি। খাবারের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা বাহিনী এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।

খাবার ফেরত পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-এর উপ মহাব্যবস্থাপক জামাল উদ্দিন তালুকদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, প্রধানমন্ত্রীর ফ্লাইটের খাবার রান্না, পরীক্ষা, পরিবেশন, সংরক্ষণ সব কিছুই হয় নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে। সব নিরাপত্তা প্রক্রিয়া মেনে খাবার সরবরাহ করা হয়েছে। কি কারণে ফেরত দেওয়া হয়েছে তা নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়নি। ফলে এখন পর্যন্ত ফেরত পাঠানোর কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, দুই দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিয়েনা থেকে মঙ্গলবার সন্ধ্যায় দেশের উদ্দেশে রওনা হয়ে বুধবার সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

/সিএ/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই