X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চাঁদা না দেওয়ায় পলাশীতে দোকান ভাঙচুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৭, ১৬:৪৯আপডেট : ৩০ মে ২০১৭, ১৬:৫৬

চাঁদা না দেওয়ায় পলাশীতে জুসের দোকান ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

চাঁদা না দেওয়ায় পলাশীর মোড়ে পলাশী জুস কর্নার নামে একটি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে। গত রবিবার দিবাগত রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।

সূত্র জানায়, পলাশীর মোড়ে প্রশাসনের অনুমতি নিয়ে দীর্ঘ পাঁচ মাস পর রবিবার দুপুরে জুসের দোকানটি চালু করেন মনির হোসেন নামের ওই দোকানদার। সারাদিন বিক্রি না হলেও সন্ধ্যার পর থেকে দোকানে বেচাকেনা বাড়তে থাকে। রাতে ওই দোকানে আসে জহুরুল হক হল ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা দোকান ভাঙচুর করে।

নাম প্রকাশ না করার শর্তে দোকানের এক কর্মচারী জানান, হলের সভাপতি সোহানুর রহমান সোহানের নেতৃত্বে শরিফ, রাহাতসহ কয়েকজন কর্মী এসে দোকান ভাঙচুর করে। এতে তার লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

কেন ভাংচুর করা হয়েছিল জানতে চাইলে দোকান মালিক মনির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, ‘দোকান বসাতে তার (সোহান) অনুমতি নেওয়া হয়নি। তারা এসে জানতে চায় যে, আমরা আনুমতি নেইনি কেন?’ এসময় সোহান তার কাছে চাঁদা চেয়েছিল বলেও দাবি করেন তিনি।

পলাশীতে জুসের দোকান ভাঙচুর

এ বিষয়ে জানতে চাইলে জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ এই অভিযোগ মিথ্যা। আমি সেখানে ছিলাম না। হলের কিছু জুনিয়র এই ঘটনা ঘটাতে পারে। আমি হলের বাইরে আছি, ফিরে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘ এ বিষয়ে আমি কিছু জানি না। অভিযোগের সত্যতা পেলে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে’।

এর আগেও রুম দখল, নীলক্ষেতে পানির ব্যবসাসহ বেশ কিছু বিষয়ে বিতর্কিত হয়েছিলেন সোহানুর রহমান।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা