X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পাহাড় ধস: আহতদের চিকিৎসায় ৪৮৩ মেডিক্যাল টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৭, ১৯:০৮আপডেট : ১৪ জুন ২০১৭, ১৯:১১

 

পাহাড় ধসে আহতদের চিকিৎসার বিষয়ে ভিডিও কনফারেন্সে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে আহতদের দ্রুত জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ৪৮৩টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এসব টিমের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকায় ছড়িয়ে পড়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার ব্যবস্থা করছেন।

বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত জরুরি এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব (চিকিৎসা সেবা) সিরাজুল হক খান এবং সচিব (চিকিৎসা শিক্ষা) সিরাজুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পাহাড় ধসে আহতদের দ্রুত জরুরি চিকিৎসা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা তৎপর থাকার জন্য সব হাসপাতাল এবং চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ওই অঞ্চলে স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এমনকি চিকিৎসার সরঞ্জাম পর্যাপ্ত মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার (১৪ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের টিম পার্বত্য চট্টগ্রামে রওনা হবেন। এছাড়া মন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। পাশপাশি চট্টগ্রাম বিভাগের পরিচালকসহ সিভিল সার্জনদেরও সার্বক্ষণিক সতর্ক থাকার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে স্বাস্থ্যমন্ত্রী পাহাড় ধসে আহতদের চিকিৎসা তদারকির জন্য চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও তিন পাবর্ত্য জেলার সিভিল সার্জনদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন।

/জেএ/ এপিএইচ/

আরও পড়ুন:

পাহাড় ধসে চার জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৪২

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল