X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ পুনর্বিবেচনার অনুরোধ সেভ দ্য চিলড্রেন’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৭, ১৮:০৯আপডেট : ১৮ জুন ২০১৭, ১৮:১০





সেভ দ্য চিলড্রেন জাতীয় বাজেটে প্রাথমিক ও গণশিক্ষার জন্য দেওয়া বরাদ্দ পুনর্বিবেচনার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ জানিয়েছে শিশু অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন। সংগঠনটি রবিবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের উদ্দেশে এ অনুরোধ জানায়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষায় গত অর্থ বছরের মূল বাজেটের তুলনায় নতুন বাজেটে ১৪০ কোটি টাকা কম বরাদ্দ রাখা হয়েছে। ২০১৬-২০১৭ অর্থ বছরের মূল বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ২২ হাজার ১৬২ কোটি টাকা, কিন্তু এ বছর বরাদ্দ রাখা হয়েছে ২২ হাজার ২২ কোটি টাকা। গত বছর জাতীয় বাজেটের ১৪ দশমিক ৪ শতাংশ বরাদ্দ ছিল শিক্ষা খাতে, যা (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিভাগ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের জন্য বরাদ্দ) এ বছর কমে দাঁড়িয়েছে ১২.৬ শতাংশে।
সেভ দ্য চিলড্রেনের উপদেষ্টা (পাবলিক ফিন্যান্স ও গভর্নেন্স) মো. আশিক ইকবাল বলেন, ‘প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির বরাদ্দ কমানোয় আমরা বিশেষভাবে চিন্তিত। প্রাথমিক শিক্ষায় উপবৃত্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৫৫ দশমিক ৫ কোটি টাকা। যা গত বছর ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা। মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০৯ কোটি টাকা। যা গত বছর ছিল ২৪০ কোটি টাকা। একইভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তির জন্য এ বছর বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি টাকা। যা গত বছর ছিল ১৫০ কোটি টাকা। উপবৃত্তিতে বাজেট বরাদ্দের এই পরিবর্তন নেতিবাচক প্রভাব ফেলতে পারে শিক্ষার মানে, বিশেষ করে শিশুদের ঝরে পড়ার হার বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।’
সেভ দ্য চিলড্রেন অর্থমন্ত্রীকে ১১তম বাজেটের জন্য ও বিশেষ করে সার্বিক বিবেচনায় একটি শিশুবান্ধব বাজেট পেশ করায় ধন্যবাদ জানিয়েছে।
এ বছরের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ১৮% বৃদ্ধি করা হয়েছে, যার ৩৯% ব্যয় হবে শিশুদের জন্য। বাজেটে সুনির্দিষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য এবং ৩০% বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে তাদের সামাজিক নিরাপত্তার জন্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য উপবৃত্তির পরিমাণও বাড়ানো হয়েছে ১৪ শতাংশ, যা সেভ দ্য চিলড্রেন একটি বিশেষ ইতিবাচক পদক্ষেপ বলে মনে করে।
সম্প্রতি প্রকাশিত সেভ দ্য চিলড্রেনের ‘চুরি হয়ে যাওয়া শৈশব’ নামক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সুন্দর ও আনন্দঘন শৈশবের সম্ভাবনার বিচারে বিশ্বের জরিপকৃত ১৭২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম। সুতরাং শিশুদের বেঁচে থাকা, সঠিকভাবে বেড়ে ওঠা ও নিরাপত্তার স্বার্থে তাদের জন্য জাতীয় বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখা এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে সেভ দ্য চিলড্রেন।
/সিএ/এনআই/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
দুই মাসে ব্র্যাক ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন 
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা