X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

অফিস ছেড়ে পালালো সার্টিফিকেট প্রতারক চক্র ‘মালিহা গ্রুপ’

রশীদ আল রুহানী
১৯ জুন ২০১৭, ১৬:২০আপডেট : ১৯ জুন ২০১৭, ১৭:১৫

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের জের ধরে অফিস বন্ধ করে ভেগেছে মালিহা গ্রুপের দুর্বৃত্তরা

বাংলা ট্রিবিউনে প্রতিবেদন প্রকাশের পর অফিস ছেড়ে পালিয়েছে ভুয়া সার্টিফিকেট প্রদানকারী চক্র মালিহা গ্রুপের সদস্যরা। সোমবার দুপুরে রাজধানীর মধ্যবাড্ডার লিংক রোডে প্রাণ-আরএফএল সেন্টারের বিপরীতে গ-১০৩ নং চারতলা ভবনের দোতলা ও তিনতলায় গেলে অফিসটি বন্ধ পাওয়া যায়। এদিকে এ অফিসের কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাদের সবগুলো মোবাইলই বন্ধ পাওয়া গেছে। এদিকে, সার্টিফিকেট নিয়ে তাদের এ প্রতারণার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

ভবনটির নিচ তলায় ফটোকপির দোকানের এক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টার মধ্যে প্রতিষ্ঠানটির সব কর্মীকে তাড়াহুড়া করে বের হয়ে যেতে দেখেছেন তারা। তাদের সঙ্গে অনেক বড় বড় ব্যাগও ছিল। দেখে মনে হয়েছে তারা ঈদের আগে আর ফিরবেন না।

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে কোনও একটি ঝামেলা হয়েছে। অফিসের সামনে অনেক লোকজন জড়োও হয়েছিল। মেয়েগুলো অনেক কান্নাকাটিও করছিল বলে জানান তিনি।’

এর আগে সোমবার সকালে 'সুলভ মূল্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করছে মালিহা গ্রুপ' শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। 

বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পরপরই অফিসে তালা মেরে ভেগে গেছে ভুয়া সার্টিফিকেট প্রদানকারী চক্র মালিহা গ্রুপের কর্মী ও মালিকরা  

এদিকে ভুয়া সার্টিফিকেট প্রদানকারী প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, 'এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, একটু সময় লাগবে কারণ, আমার সংশ্লিষ্ট কর্মকর্তা ছুটিতে আছেন।'

এদিকে সাউদার্ন বিশ্ববিদালয়ের রেজিস্ট্রার ড. মনতাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মেম্বারদেরকে জানানো হয়েছে। আমরা আজকের মধ্যেই তাদের নামে মামলা করবো বলে আশা করছি। এদের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

/আরএআর/টিএন/

এ সংক্রান্ত আগের সংবাদ: সুলভ মূল্যে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বিক্রি করছে মালিহা গ্রুপ (ভিডিও)!

সম্পর্কিত
সর্বশেষ খবর
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
নাইক্ষ্যংছড়ি সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক
‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
সামরিক বিচার ব্যবস্থা নিয়ে সেমিনারে বিমান বাহিনী প্রধান‘সামরিক বাহিনীতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইন কর্মকর্তাদের পেশাগত মানোন্নয়ন জরুরি’
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট