X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একনেক সভায় ১২ প্রকল্পের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০১৭, ০৫:৩৩আপডেট : ২১ জুন ২০১৭, ০৬:০৩

একনেক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩০ হাজার ৩৪৩ কোটি টাকা ব্যয়ে নতুন ও সংশোধিত মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জুন) ২০১৬-১৭ অর্থবছরের একনেকের ২৯তম সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে জিওবি ২৫ হাজার ৯০৪ কোটি ৪৩ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৩ কোটি ৮০ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৪ হাজার ৪০৪ কোটি ৯৯ লাখ টাকা।
একনেক সভা শেষে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো নিয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের মধ্যে অর্জনের জন্য মানবসম্পদ ব্যবস্থাপনায় অগ্রাধিকার প্রদান করা প্রয়োজন। এজন্য সরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের যথাযথ পরিকল্পনার আওতায় প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানের মাধ্যমে তাদের দক্ষতা ও যোগ্যতা বিশ্বমানে উন্নীত করে দেশের উন্নয়নের গতি ত্বরান্বিত করা সম্ভব। চলমান সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অন্যতম একটি উদ্দেশ্য হলো মানবসম্পদের উন্নয়ন ও এর সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা। দেশের শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিপিএটিসি মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘‘আধুনিক অবকাঠামো ও প্রশিক্ষণ দেওয়ার সুবিধা বৃদ্ধির মাধ্যমে বিপিএটিসির প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বৃদ্ধিকরণ এবং বিসিএস কর্মকর্তাদের বিপিএটিসিতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের কর্মদক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে আজকের (মঙ্গলবার) একনেক সভায় ‘বিপিএটিসির প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। বিপিএটিসির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ও প্রশাসনিক ভবন নির্মাণ, ডরমিটরি ভবন নির্মাণ, ক্যাফেটরিয়া ভবন নির্মাণ, মেডিক্যাল সেন্টার নির্মাণসহ আরও অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড এ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।’
এদিকে, শতভাগ বিদ্যুতায়নের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) কর্তৃক দেশের পূর্বাঞ্চল (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) ও পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) জন্য দুইটি উন্নয়ন প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ৩৯ হাজার একশ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণের জন্য ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ)’ শীর্ষক উন্নয়ন প্রকল্প। এর মাধ্যমে ১৩ লাখ ৭০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো— প্রকল্প এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা।
বিদ্যুতায়নের জন্য অনুমোদিত আরেকটি প্রকল্প হলো— ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ) প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমেও প্রকল্প এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে। এ প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় ৩৮ হাজার ১০ কিলোমিটার বিতরণ লাইন নির্মাণ করে ১৩ লাখ ৩০ হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।
একনেকের ২৯তম সভায় অনুমোদিত অন্যতম আরেকটি প্রকল্প হলো— ‘আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর মহাসড়ককে চার লেন জাতীয় মহাসড়কে উন্নীতকরণ’। এর প্রকল্প এলাকা ব্রাহ্মণবাড়ীয়া জেলার আশুগঞ্জ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদর, কসবা ও আখাউড়া উপজেলা। এই প্রকল্পে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া স্থলবন্দর সড়কটি আশুগঞ্জ নদীবন্দরকে আখাউড়া স্থলবন্দরের সঙ্গে সংযুক্ত করবে। সড়কটির দৈর্ঘ্য ৫০ দশমিক ৫৮ কিলোমিটার। পরিকল্পনা মন্ত্রী জানান, এ প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো— আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০ দশমিক ৫৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ; ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং উপ-আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন।
জামালপুর শহরের গেইটপাড় এলাকায় ট্রেন চলাচলের সময় সৃষ্ট সার্বক্ষণিক যানজট নিসরণে মঙ্গলবার একনেকের সভায় ‘জামালপুর শহরের গেইটপাড় এলাকায় রেলওয়ে ওভারপাস নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে, বরগুনা জেলার পাথরঘাটা ও পিরোজপুর জেলার মঠবাড়িয়ার সঙ্গে বিভাগীয় শহর বরিশালের নিরাপদ ও নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ (জেড-৮৭০১)’ প্রকল্পটির অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় একশ চার কোটি ৭৭ লাখ টাকা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদফতর এই প্রকল্প বাস্তবায়ন করবে।
একনেকে অনুমোদিত আরও দু’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের একটি হলো— রাস্তা, ড্রেন ও ফুটপাথ উন্নয়নের মাধ্যমে নাগরিক সুবিধা সম্প্রসারণ; যানজট হ্রাস ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করা এবং পথচারীদের চলাচলের সুযোগ তৈরি করা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত বিভিন্ন অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প। অন্য প্রকল্পটি হলো— ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের দাফতরিক কাজ ও বসবাসের জন্য উন্নত পরিবেশ সৃষ্টি, বর্তমান চাহিদার প্রেক্ষিতে প্রয়োজনীয় ভৌত অবকাঠামোগত সুযোগ-সুবিধা গড়ে তোলা ও বাংলাদেশ সরকারের মালিকানাধীন জমির সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে ‘বন্দরসেরি বেগওয়ানে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স ও হাইকমিশনারের বাসভবন নির্মাণ’ প্রকল্প।
একনেক সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!