X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জলাবদ্ধতা নিরসনে অত্যাধুনিক মেশিন কিনেছে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ১৮:২৬আপডেট : ২২ জুন ২০১৭, ১৮:২৬

জলাবদ্ধতা নিরসনে ইতালি থেকে অত্যাধুনিক একটি মেশিন কিনেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘জেট অ্যান্ড সাকার মেশিন’ নামের এই যন্ত্র দিয়ে প্রতি ১০ মিনিটে ১২০ মিটার দীর্ঘ ড্রেন সম্পূর্ণ পরিস্কার করা যাবে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর সুরিটোলা এলাকায় ড্রেনের ময়লা পানি ও আর্বজনা অপসারণের মধ্য দিয়ে মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

মেশিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাঈদ খোকন উদ্বোধনকালে মেয়র বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর কাছে আমাদের দৃঢ় অঙ্গীকার ছিল। এজন্য ড্রেনের আর্বজনা অপসারণ করতে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এ যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনার কাজ আরও গতিশীল হবে। একই সঙ্গে বন্ধ ড্রেনে জমে থাকা আর্বজনা অপসারণের মাধ্যমে পানি প্রবাহ সচল হবে।’

ডিএসসিসি সূত্র জানায়, অত্যাধুনিক এ যন্ত্রে ২টি চেম্বার রয়েছে। ৯টন ধারণ ক্ষমতাসম্পন্ন ফ্লাশ চেম্বার এবং ৬টন ধারণ ক্ষমতাসম্পন্ন পানি চেম্বার। ড্রেনের মধ্যকার আর্বজনা জেট গতিতে পানি দিয়ে আঘাত করে পানিসহ ফ্ল্যাশ চেম্বারে জমা করবে। এরপর শক্ত হয়ে যাওয়া আর্বজনা মেশিনে সংযোজিত ড্রিল দিয়ে গুড়ো করে এয়ার ভ্যাকুয়ামের মাধ্যমে ফ্ল্যাশ চেম্বারে জমা হবে। ফ্ল্যাশ চেম্বারে পানি রিফাইন হয়ে অটোমেটিকভাবে পানির চেম্বারে চলে যাবে। ফ্ল্যাশ চেম্বার পরিপূর্ণ হয়ে গেলে মাতুয়াইল নিয়ে গিয়ে অপসারণ করা হবে। এভাবেই এ যন্ত্রটি কাজ করবে।

জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা ও জনসেবা উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ইতালি থেকে ১১ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে এ মেশিনটি কেনা হয়েছে। পরবর্তীতে আরও কয়েকটি এ ধরনের মেশিন সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে।

এসময় মেয়রের সঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ওয়ার্ড কাউন্সিলর মীর সমির, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়