X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০
‘ঈদ’ না ‘ইদ’

যা বললেন বাংলা একাডেমির সাবেক দুই মহাপরিচালক

রশিদ আল রুহানী
২৩ জুন ২০১৭, ২২:২২আপডেট : ২৩ জুন ২০১৭, ২২:২৮

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘ইদ’ শব্দের ভুক্তি সম্প্রতি ঈদ শব্দের ‘ঈ’-এর স্থানে ‘ই’ এর ভুক্তিতে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা। ভাষা বিশেষজ্ঞরাও এ নিয়ে কথা বলতে পিছপা হননি। এবার এ বিষয়ে বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন বাংলা একাডেমির সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা এবং ড. সৈয়দ আনোয়ার হোসেন। অধ্যাপক মুসা বলছেন, ‘যাদের ভাষা সম্পর্কে কোনও জ্ঞান নেই এবং হাতে কাজ নেই, তারাই এসব নিয়ে সময় নষ্ট করেন।’ অন্যদিকে ড. সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন,‘বাংলা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক ভাষা। ফলে যেভাবে উচ্চারিত হয় সেভাবে বানান লেখা উচিত। ফলে ‘ঈ’ নয় বরং ‘ই’ লেখাই উত্তম।

গত ২১ জুন বাংলা ট্রিবিউনে ‘ঈদ’ না ‘ইদ’? শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেছিলেন, ‘ঈদ শব্দে ‘ঈ’ এবং ‘ই’ দুটোই লেখা যাবে। তবে যদি কারও আপত্তি থাকে, তবে তা বোর্ডকে জানানো হবে।’

এরপরে গত ২২ জুন তিনি তার ফেসবুক টাইমলাইনেও লিখেছেন, ‘বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে প্রথম বানান হিসাবে 'ঈদ' এবং বিকল্প বানান 'ইদ' দেয়া আছে । প্রথম বানানটি প্রচলিত; ২য় বানানটি সংস্কারকৃত । কোন মানুষ দীর্ঘকাল কোন বানান ব্যবহার করলে তা ঐতিহ্যে পরিণত হয়ে যায় ।'ঈদ' বানানটি তেমনি । অতএব, দুটি বানানই ব্যবহার করা যায়।’

তার এই পোস্টোর সমালোচনা করে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের ঈ-কে সংস্কার করে ‘ইদ’ করার কোনও প্রয়োজন তো দেখি না। বিদেশি শব্দের যুক্তি দেখিয়ে বানানে পরিবর্তন আনা বাংলা একাডেমির এক প্রকার ‘স্টুপিডিটি’ এবং আহাম্মকি। যাদের কাজকর্ম নেই তারাই এইসব আজাইরা কাজে সময় নষ্ট করেন।’

মনসুর মুসা, ছবি- অনলাইন থেকে সংগৃহীত তিনি বলেন, ‘বাংলা ভাষায় বহু বিদেশি শব্দ রয়েছে, সবই কি তারা পরিবর্তন করতে চায়? ঈদকে দীর্ঘদিন ধরেই ‘ঈ’ দিয়ে লেখা হচ্ছে। ইংরেজিতে লেখা হয় ‘Eid’। ‘E’-এর পর ‘I’ লেখা হয় দীর্ঘ ‘ঈ’ স্বর বোঝানোর জন্যই।এরপর ইংরেজিতে ঈদ লিখতে গেলে কি iid লিখতে হবে? ইচ্ছা হলেই বানান পরিবর্তন করলে তো হবে না। খুব জরুরি কিছু হলে ভালো, কিন্তু যেটা জরুরি না সেটা কেন পরিবর্তন করতে হবে ।’

এছাড়া যেসব শব্দ ব্যাপক প্রচলিত সেই শব্দের বানানে সংস্কার করতে হলে অনেক কিছু ভাবা উচিত। কোনও নেতিবাচক প্রভাব পড়ছে কিনা তা ভাবতে হবে। কস্ট-বেনেফিট অ্যানালাইসিস করতে হবে। প্রথম কথা- এই বানানটি বদলানোর ফলে মানুষের চোখে ‘ইরটিট’ লাগছে, মানুষ লিখতে গেলে অস্বস্তি বোধ করছে। অন্যদিকে এর আগে যত জায়গায় ‘ঈদ’ লেখা হয়েছে, সবখানে ‘ইদ’ লিখতে হবে। এর জন্য সময় নষ্ট,কাগজ নষ্ট, টাকা নষ্ট। এসব কি হিসাব করেছে বাংলা একাডেমি? এর আগে ইংরেজি ‘Dacca’ বানান পরিবর্তন করেও একই কাজ করেছে বাংলা একাডেমি।’

সৈয়দ আনোয়ার হোসেন (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন ঈদ শব্দে ‘ই’ লেখার পক্ষে মত দিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলা একাডেমিতে যে বানান রীতি নির্দেশ করা হয়েছে, তার পেছনে বিশেষজ্ঞদের পরামর্শ রয়েছে। একাডেমি নিজে নিজে ঈদ বানান সংস্কার করেনি।’

তিনি বলেন, ‘বাংলা হচ্ছে ধ্বনিতাত্ত্বিক একটি ভাষা। অর্থাৎ যেভাবে উচ্চারিত হয় সেভাবে বানান লেখা হয়। এই সুবাদে ঈদ বলতে গেলে যেমন দীর্ঘ উচ্চারণ করছি না। ফলে ঈদ লিখতে ই-কার লেখা যৌক্তিক বলে আমার মনে হয়। এছাড়া প্রচলিত বানান রীতিতে সহজিকরণ করার একটা উদ্যোগ রয়েছে বলে আমার কাছে মনে হয়।’ অন্যদিকে ‘ঈ’ লেখাও বিজ্ঞান সম্মত নয় বলে তিনি মনে করেন।

 /আরএআর/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন