X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যাত্রীদের দর কষাকষিতে কমছে টিকিটের দাম!

আমানুর রহমান রনি
২৪ জুন ২০১৭, ১৯:৪৩আপডেট : ২৪ জুন ২০১৭, ১৯:৪৩

ষাটোর্ধ্ব ফিরোজ আলী পেশায় রাজধানীর মিরপুর শাহআলী এলাকার একটি বাড়ির কেয়ারেটকার। স্ত্রী ও স্বামী-পরিত্যক্ত বোনকে নিয়ে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ যেতে বেরিয়েছেন। গাবতলী বাস টার্মিনালে এসে দাঁড়াতেই তাকে নিয়ে শুরু হলো বাস শ্রমিকদের টানাটানি।

গাবতলী বাস টার্মিনালে যাত্রীর অপেক্ষায় বাস ‘কই যাবেন চাচা?’ বলেই এগিয়ে এসে ফিরোজ আলীকে বাসে ওঠানোর জন্য শুরু হলো বাস শ্রমিকদের মধ্যে প্রতিযোগিতা। তাদের থামিয়ে ব্যাগ রেখে ফুটপাতে দাঁড়িয়ে পড়লেন তিনি। তারপর জানতে চাইলেন চাঁপাইনবাবগঞ্জের ভাড়া। শিশির পরিবহনের হেলপার বললো ৬০০ টাকা। ফিরোজ আলী ৩০০ টাকা করে দিতে রাজি হলেন। শেষমেষ তিনজন দরদাম করে ১ হাজার ৪০০ টাকায় বাসের তিনটি আসন পেলেন।

ফিরোজ আলীর মতো দরদাম করলে চাহিদার চেয়ে কমদামেও মিলছে বাসের টিকিট। অথচ আগাম বিক্রির সময় একেকটি টিকিট ছিল সোনার হরিণের মতো। এখন একই রুটের টিকিট দেওয়া হচ্ছে ডেকে ডেকে। তবে ঘরে ফিরতে নিম্নবিত্ত ও শ্রমিকশ্রেণীর মানুষরাই মূলত এসব মিনিবাসে সওয়ার হবেন। গাবতলীর মূল টার্মিনাল ঘুরে শনিবার (২৪ জুন) জানা গেলো, ঈদের আগে শেষ মুহূর্তে যাদের ছুটি হয় তারা যেন বাড়ি যেতে পারেন সেজন্য এ ধরনের গাড়ির ব্যবস্থা থাকে।

শিশির পরিবহনের এক কর্মচারী টিকিটের দাম হাঁকতে হাঁকতেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শ্রমিকদের জন্য কেবল না, ড্রাইভার কিংবা বাসাবাড়িতে কাজের লোক যারা তাদেরও তো বাড়ি যাইতে হবে। তাদের জন্য আছে বিশেষ ছাড়। মালিকের লাভ থাকে না তা তো না। দরদাম করে যদি বেশি যাত্রী পাওয়া যায় ক্ষতি কী!’

এদিন গাবতলীতে ঢুকতেই কানে ভেসে এলো— ‘চাঁপাই ৬০০’, ‘রংপুর ৬০০’, ‘বগুড়া ৫০০’। উত্তরাঞ্চলের দূরপাল্লার যাত্রীরা একটু দরকষাকষি করে ১০০-১৫০ টাকা পর্যন্ত কমিয়ে আনতে পারছেন টিকিটের দাম। একটু কমদামে বাসে উঠতে পেরে আনন্দ হলেও পথিমধ্যে এসব গাড়ি কিছুক্ষণ পরপর থেমে যাত্রী ওঠানামা করায়, এ কারণে গন্তব্যে যেতে অনেক দেরি হয় এমন অনিশ্চয়তা ঠিকই আছে।

গাবতলীতে বাস কাউন্টারে দর কষাকষি করে টিকিট কিনছেন যাত্রীরা যদিও গাবতলীতে প্রতি ঈদের আগে যাত্রীদের যেমন ভিড় লক্ষ্য করা যায় তেমন চিত্র ঈদের দুই দিন আগে এবার আর নেই। তাদের কারও অভিযোগ নেই পুলিশ এবং র্যা ব কন্ট্রোল রুমেও। নির্ধারিত সময়ের ১০-২০ মিনিট বিলম্বকে সাধারণ ঘটনা বলে মেনে নিচ্ছেন তারা। শনিবার বেলা আড়াইটা পর্যন্ত সময়মতো ছেড়ে গেছে গাড়ি।

দক্ষিণাঞ্চলের বাসগুলোর মধ্যে এখনও বিক্রি হচ্ছে হানিফ এন্টারপ্রাইজের টিকিট। রবিবারের (২৫ জুন) টিকিট আজই কিনে রাখছেন যাত্রীরা। বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনায় টিকিট কেটে যাওয়া যাচ্ছে এই বাসে।

আনন্দ পরিবহনের গাড়িগুলো যায় যশোর ও খুলনায়। এই বাসেরও অবিক্রিত টিকিট আছে অনেক। একই রুটে যায় হানিফ ও সোহাগ পরিবহনের গাড়ি। তাদেরও টিকিট পড়ে আছে। আনন্দ পরিবহনের কাউন্টার মাস্টার সৈকত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ১২টায় একটা গাড়ি দিয়েছিলাম। যাত্রী পাইনি বলে বেলা দেড়টা, আড়াইটা ও সাড়ে তিনটায় তিন দফা সময় বৃদ্ধি করেছি। কবুও মাত্র তিনজন যাত্রী পেয়েছি। সবাই আগেভাগে চলে গেছে। এবারই প্রথম ঈদের এক-দুই দিন আগে এমন হলো।’

এদিকে শনিবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কম উল্লেখ করে টিকিট বিক্রেতারা বলছেন, ‘আমাদের গাড়ি এক ট্রিপ দিয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সড়কে চাপ ছিল, তবে রবিবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোকে এমন পরিস্থিতিতে পড়তে হবে না।’

/এআরআর/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’