X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ঈদের ছুটিতে দেশ ছাড়ছেন ৭ লাখ বাংলাদেশি

চৌধুরী আকবর হোসেন
২৪ জুন ২০১৭, ২১:১২আপডেট : ২৪ জুন ২০১৭, ২১:১৩

ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে যাওয়ার পাশাপাশি অনেকেই পরিবার নিয়ে যাচ্ছেন দেশের বাইরে। ভিসার সহজলভ্যতা ও খরচ কম পড়ায় এশিয়ার ছয়টি গন্তব্য বেশি বেছে নিচ্ছেন তারা। যদিও মোট কতসংখ্যক লোক এবার ঈদের ছুটি কাটাতে বিদেশে যাচ্ছেন তার কোনও সঠিক পরিসংখ্যান নেই।

বিদেশে ঈদের ছুটি কাটাতে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষা তবে ট্যুর অপারেটর ও এয়ারলাইন্সগুলোর বিভিন্ন সূত্র জানিয়েছে, এ ঈদ উপলক্ষে থাইল্যান্ড, সিঙ্গাপুর, নেপাল, ভুটান, মালয়েশিয়া ও ভারতে প্রায় ৭ লাখ লোক ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন। সংখ্যায় কম হলেও বাংলাদেশ থেকে কেউ কেউ যাচ্ছেন ইউরোপ ও আমেরিকায়।

জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে বিদেশে ভ্রমণকারীর সংখ্যা বেড়েছে। লম্বা ছুটি পেলেই তারা বিভিন্ন দেশ ঘুরে আসছেন। ঈদের ছুটিতেও বিদেশে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন ট্যুর অপারেটরগুলোও ঈদকে কেন্দ্র করে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করে।

সংশ্লিষ্টরা মনে করেন, ভ্রমণে আগ্রহ ও আর্থিক সক্ষমতার বৃদ্ধির সুবাদে বেড়েছে ঈদের ছুটিতে বিদেশ ভ্রমণ। এয়ারলাইন্সগুলো সূত্রে জানা গেছে, সারাবছর কোনও কোনও ফ্লাইটে আসন ফাঁকা থাকলেও এখন ঈদের সময় সবই থাকে পূর্ণ। কোনও কোনও এয়ারলাইন্সের টিকিট শেষ হয়ে গেছে ঈদের আগেই।

এ প্রসঙ্গে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক ও প্যাসিফিক এশিয়া ট্রাভেল লিমিটেড (পিএটিএ) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কত লোক দেশের বাইরে ঈদের ছুটিতে যাচ্ছেন এর সঠিক পরিসংখ্যান নেই। তবে ট্যুর অপারেটর, এয়ারলাইন্সগুলোর মাধ্যমে আমাদের ধারণা ঈদের আগে-পরে সব মিলিয়ে দশ দিনে এশিয়ার ছয়টি দেশে প্রায় ৬ লাখ লোক যাচ্ছেন। এছাড়া সীমান্ত এলাকা দিয়ে সড়ক পথে আর ট্রেনেও অনেক মানুষ দেশের বাইরে যাচ্ছেন। এগুলোও যদি যোগ হয় তাহলে সংখ্যাটা হবে প্রায় ৭ লাখ।’

দেশের বাইরে সবাই ঘুরতে যাচ্ছেন কিনা জানতে চাইলে টোয়াব পরিচালক ও পিএটিএ বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব বাংলা ট্রিবিউনকে বলেন, ’২৫ জুন ২৫ জনের একটি দল আমাদের মাধ্যমে ব্যাংকক যাবেন। তারা ঠিক করেছেন সেখানে গিয়ে মেডিক্যাল চেকআপ করে আসবেন। ফলে তারা চিকিৎসার জন্যই বিদেশে যাচ্ছেন বলাটা ঠিক হবে না। আবার অনেকে ছুটিতে চিকিৎসার জন্য যাচ্ছেন, সঙ্গে কয়েক দিন বেড়িয়েও আসবেন।’

উড়োজাহাজের খরচ ব্যতিত নেপাল ও ইন্দোনেশিয়ায় পাঁচ দিনের ভ্রমণে জনপ্রতি প্রায় ৩৫০ ডলার করে নিচ্ছে স্মার্ট ট্রাভেলার্স পয়েন্ট। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখন আর আগের মতো মানুষ ঈদের ছুটিতে গ্রামে খুব একটা যায় না। তাদের ইচ্ছে বদলে গেছে। সুযোগ পেলে তারা এখন বিদেশে বেড়াতে যাচ্ছেন। আমরা সাধারণত ব্যাংকক, নেপাল ও ইন্দোনেশিয়ায় ট্যুর অপারেট করি। এ ঈদে ব্যাংককের চেয়ে নেপাল আর ইন্দোনেশিয়ায় বেড়াতে মানুষের আগ্রহ বেশি দেখছি। এবার ঈদের ছুটি তুলনামূলকভাবে বেশি হওয়ায় অনেকেই পরিবারসহ দেশের বাইরে ঈদ কাটাতে যাচ্ছেন।’

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার বাংলা ট্রিবিউনকে জানিয়েছে, ঢাকা থেকে প্রতিদিন একটি ফ্লাইট যায় কলকাতায়। সব ফ্লাইটের আসনই বুকড হয়ে গেছে আগে থেকে। কোনও ফ্লাইটেই আসন ফাঁকা নেই।

ঈদ উপলক্ষে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্যাংককে ভ্রমণকারীদের জন্য বিশেষ ঈদ প্যাকেজ দিয়েছে ক্লাব এশিয়া হলিডেজ। প্রতিষ্ঠানটির ম্যানেজার তন্ময় সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত বছরের চেয়ে এবার অনেক বেশি মানুষ ঈদের ছুটিতে বিদেশে বেড়াতে যাচ্ছেন। আমরা বেশি পেয়েছি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যাত্রী। বেশিরভাগ মানুষই পরিবার নিয়ে যাচ্ছেন। কেউ ঈদের আগে, আবার কেউ কেউ ঈদের পরদিন থেকেই।’

ক্লাব এশিয়া হলিডেজ উড়োজাহাজের ভাড়াসহ কুয়ালালামপুর পাঁচ দিন বেড়ানোর জন্য ৩৯ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুরে তিন দিন ঘুরতে ৪৯ হাজার ৯৯৯ টাকা এবং বালিতে তিন দিন ভ্রমণের জন্য গুনতে হচ্ছে ৪৭ হাজার ৯৯৯ টাকা। বাংলাদেশ থেকে ব্যাংকক ও মালয়েশিয়াগামী যাত্রীর সংখ্যা বেশি বলে জানান রিজেন্ট এয়ারওয়েজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আখতার ইউ আহমেদ। তিনি বলেন, ‘ঈদ মৌসুমে এই দুটি দেশের উদ্দেশ্যে যাবে এমন সব ফ্লাইটই বুকড হয়ে গেছে। কোনোটারই আসন ফাঁকা যাচ্ছে না।’

ছবি: জুনায়েদ আজিম চৌধুরী

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক