X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ২০:৫৮আপডেট : ২৫ জুন ২০১৭, ২১:৫৮

ছবি: সংগৃহীত সোমবার (২৬ জুন) পবিত্র ঈদুল ফিতর। দেশের প্রধান ঈদের জামাত এদিন সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে হওয়ার কথা রয়েছে। তবে বৃষ্টি হলে সাড়ে ৮টার পরিবর্তে সকাল ৯টায় বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বছর জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাতে ৮৪ হাজার পুরুষ মুসল্লির পাশাপাশি ৫ হাজার নারী মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পুরো ঈদগাহ মাঠের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহ ময়দানে নারীদের জন্য মাঠের দক্ষিণ-পশ্চিম কোণে এ ব্যবস্থা রাখা হয়েছে। হাইকোর্টের মাজার গেট দিয়েই ঈদগাহ মাঠে প্রবেশ করতে হবে তাদের। এখানে সবার সুবিধার্থে থাকছে কঠোর নিরাপত্তা বলয়। এবারের ঈদগাহ মাঠে একসঙ্গে প্রায় ১ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে এত সংখ্যক মুসল্লির জন্য মাত্র একটি ভাসমান ট্রাকে পাঁচটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে একটি ভিভিআইপির (রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি) জন্য নির্ধারিত। বাকি চারটির মধ্যে পাঁচ হাজার নারী ব্যবহার করবেন ২টি ও ৭৯ হাজার পুরুষ বাকি দুটি টয়লেট ব্যবহার করতে পারবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদ জামাত নির্বিঘ্ন রাখতে দুই লাখ ৭০ হাজার ২৭৭ দশমিক ৭৫ বর্গফুট বৃষ্টি সুরক্ষিত তেরপল লাগানো হয়েছে। এছাড়া ৩১ হাজার ২৬৩ দশমিক ৬১ বর্গফুট সামিয়ানা, ১০০টি ফুলের টব, টিউব বাতি ৭০০টি, বড় ধরনের বৈদ্যুতিক বাতি ১০০টি, স্ট্যান্ড ফ্যান ১০০টি, সিলিং ফ্যান ৭০০টি, ৬০টি জায়নামাজ, প্রবেশ পথে বাঁশ দিয়ে তৈরি ২ হাজার ২৯৬ দশমিক ২ ফুট লাইন, ৫৪০ বর্গফুট ডিজিটাল ব্যানার, ২টি ডিসপ্লে বোর্ড ও ভিআইপিদের জন্য ১০টি এয়ারকুলার রয়েছে। পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা করবে ঢাকা ওয়াসা। এছাড়া বসানো হয়েছে বজ্রপাত নিরোধক উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি টাওয়ার।’


তিনি আরও বলেন, ‘ঈদগাহ মাঠে প্রবেশের জন্য বেশকিছু গেট থাকলেও নিরাপত্তার স্বার্থে সেগুলোর মধ্য থেকে তিনটি দিয়ে প্রবেশ করতে হবে মুসল্লিদের। এর মধ্যে একটি গেট ভিভিআইপি ও একটি গেট নারীদের জন্য সংরক্ষিত। বাকি একটি গেট দিয়েই প্রবেশ করতে হবে প্রায় ৮০ হাজার মুসল্লিকে।’

ওই কর্মকর্তা বলেন, ‘ঈদগাহ মাঠের প্রধান গেট দিয়ে প্রবেশের বাম পাশে ওয়াসার পানির পাম্পের সঙ্গে অজুখানার ব্যবস্থা করা হয়েছে। এতে একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে ৩৫টি আসন নারীদের জন্য নির্ধারিত। এর পুরো অংশ পর্দা দিয়ে বেড়া দেওয়া হয়েছে। ঈদগাহ মাঠকে মশামুক্ত রাখতে সকাল থেকে পুরো মাঠে চারবার স্প্রে করা হয়েছে। আগামীকাল সকালেও অন্তত দু’বার একইভাবে স্প্রে করা হবে।’


ঈদগাহ মাঠের সার্বিক বিষয় প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদগাহ মাঠের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা এই ঈদে কোনও নাশকতার আশঙ্কা করছি না। আমাদের পুরো আয়োজন শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে। একসঙ্গে ১ লাখ মানুষ নামাজ আদায় করতে পারবে।’

এদিকে ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে থাকছে পাঁচটি ঈদ জামাত। এগুলো অনুষ্ঠিত হবে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী মুহিবুল্লাহিল বাকী নদভী। দ্বিতীয় জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। তৃতীয় জামাতে ইমামতির দায়িত্বে থাকছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাশেম। চতুর্থ জামাতের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা জাকির হোসেন। পঞ্চম ও শেষ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ।

উপরোক্ত পাঁচটি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আবদুর রব মিয়া আল।

/সিএ/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
টাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
চ্যাম্পিয়নস লিগটাইব্রেকারে ম্যানসিটির শিরোপা স্বপ্ন ভাঙলো রিয়াল
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫