X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শেষ মুহূর্তের কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণি বিতান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ২১:৫১আপডেট : ২৫ জুন ২০১৭, ২২:৩৮

বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা, ছবি- নাসিরুল ইসলাম পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হতে যাচ্ছে আগামীকাল সোমবার। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় রবিবার রাতে রাজধানীর বিপনী বিতানগুলোতে ভিড় লেগে আছে। কেউ জামা-কাপড় সব কিনেছেন তো, কারও জুতো কেনা বাকি। আবার কারও বাকি রয়েছে কসমেটিক্স সামগ্রী।
সন্ধার পর থেকে রাজধানীর নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, এলিফ্যান্ট রোড, মৌচাক, মিরপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্রই দেখা গিয়েছে। এতদিন সময় পাননি তাই শেষ দিনে এসেছেন কেনাকাটা সেরে ফেলতে।

রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা সিটিতে গিয়ে দেখা যায়, অন্যান্য দিনের মতোই ভিড় লেগে আছে মার্কেটের প্রতিটি ফ্লোরে ক্রেতাদের ভিড়। রাস্তায় যানবাহনের জট লেগে আছে। রাকিবুল ইসলাম নামে বেসরকারি এক চাকুরীজীবি যুবক স্ত্রীকে নিয়ে এসেছেন শেষ মুহূর্তের কেনাকাটা করতে। তিনি বলেন, আগে অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি। শেষ দিনে কসমেটিক্স আর এক জোড়া স্যান্ডেল কিনতে এসেছি।’ রাকিবুলের মতো একই ভাষ্য ইস্কাটনের ইউসুফ হোসেনের। তিনি বলেন, ‘নিজে ব্যবসায়ী হওয়ার জন্য এতদিন স্ত্রী-সন্তানদের নিয়ে বের হতে পারিনি। স্ত্রী-সন্তানরা নিজেরা অনেক কিছুই কিনেছে আগে। শেষ দিনে তিনি নিজের জন্য পাঞ্জাবি আর বাকি থাকা টুকটাক কিছু জিনিস কিনতে এসেছেন।’

নিউমার্কেট এলাকায় শেষ মুহুর্তের কেনাকাটা করতে আসা ধানমন্ডির তাহমিনা তাবাসসুম বলেন, ‘ঈদের মূল কেনাকাটা আগেই শেষ। শেষ দিনে কিছু অর্নামেন্ট ও কসমেটিক্স কিনতে এসেছি। পুরান ঢাকার একটি কারখানার কর্মী শরীফুল ইসলাম বলেন, ‘ঈদের ছুটি পাইলাম আইজকা। আগে কিছু কিনতে পারি নাই। তাই শেষ দিনে বউ-বাচ্চা নিয়া আইছি কেনাকাটা করতে।’

নিউমার্কেট ও হকার্স মার্কেট থেকে শুরু করে ঢাকা কলেজের উল্টো দিকের ছোট ছোট মার্কেট ও পুরো এলিফ্যান্ড রোডের দোকানগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। চাঁদ রাত হিসেবেই মার্কেট অন্তত রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে বলে জানালেন বিক্রেতারা। এলিফ্যান্ট রোডের বাটার শোরুমের বিক্রয়কর্মী মাহবুব জানান, ঈদের আগের দিন সাধারণত জুতো বিক্রি হয় বেশি। অন্যান্য দিন লোকজন জামা-কাপড় কেনেন। শেষ দিনে জুতার দোকানগুলোতে ভিড় দেখা যায় বেশি।

মাহাবুবের কথার সূত্র ধরে দেখা গেলা পুরো এলিফ্যান্ট রোডের জুতার দোকানগুলো বিভিন্ন বয়সী নারী-পুরুষের ভিড় বেশি। শেষ দিনে সবাই  জুতো কিনতে ব্যস্ত। একই চিত্র দেখা গেছে নিউ মার্কেট এলাকার জুতোর দোকানগুলোতেও। বিশেষ করে চাঁদনীচকের তৃতীয় ও চতুর্থ তলার জুতোর দোকানগুলোতে নারীদের ভিড় দেখা গেছে বেশি।

রনি শিকদার বেসরকারি এক চাকরীজীবি বলেন, ‘এতদিন আসলে সময় পাইনি। তাই শেষ দিনে ভাগ্নির জন্য এক সেট জামা ও নিজের জন্য কিছু কিনলাম। এখনও পাঞ্জাবি কেনা বাকি। রাতের মধ্যে একটা পাঞ্জাবিও কিনতে হবে।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আজকের দিন ঈদের শেষ দিন। এবারের ঈদের বাজার ভালোই ছিল। শুধু মহিলাদের পোশাক একটু কম বিক্রি হয়েছে। এর কারণ আমরা নির্ধারণ করে আগামীতে যেন এমনটা না হয় তার করণীয় নির্ধারণ করবো।

হেলাল উদ্দিন বলেন, শেষ দিন হিসেবে মার্কেটগুলোতে ভিড় একটু কম ছিল। তবে বিক্রি হয়েছে বেশ। ক্রেতারা তাদের শেষ ঈদের বাজার করেছে। বিশেষ করে পাঞ্জাবি, জুতো আর কসমেটিক্স বা অর্নামেন্ট সামগ্রী বিক্রি হয়েছে বেশি।

/এনএল/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া