X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

চাঁদরাতে জেগে আছে ঢাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৭, ২৩:১৪আপডেট : ২৫ জুন ২০১৭, ২৩:১৪

তরুণীরা চাঁদরাতে হাত রাঙিয়ে তোলেন মেহেদিতে কাল খুশির ঈদ। তার আগে চাঁদরাতের পুরোটা সময় রাজধানী জেগে থাকে আনন্দ, আড্ডা আর ক্রেতাদের শেষ মুহূর্তের কেনাকাটায়। এই শহরে ঈদের আগের রাতটা হয়ে ওঠে প্রস্তুতির আর নানান প্রয়োজন মেটানোর। পাশাপাশি চাঁদরাতে বন্ধুরা মুখর থাকে আড্ডায়।

আকাশে দেখা গেছে ঈদের চাঁদ। ইট-পাথরের শহরে অনেকেই স্বচক্ষে ঈদের চাঁদ দেখতে উঠেছেন বাড়ির ছাদে। ইতোমধ্যে আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে শহরে। গোটা রাজধানীই এখন বলা যায় পরিণত হয়েছে উৎসবের নগরীতে। মহল্লায় মহল্লায় মসজিদের মাইকে ঘোষণা করা হচ্ছে ঈদ জামাতের সময়সূচি।

এদিকে ব্যস্ততাসহ নানান কারণে অনেকেই শেষ করতে পারেননি ঈদের কেনাকাটা। চাঁদরাতে তাই বাজারে ও বিপণি বিতানগুলোতে তাদের ভিড়। রাজধানীর নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, মৌচাক, মিরপুর, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, রাপা প্লাজা, আলমাস, মেট্রো শপিং মলসহ অন্যান্য বিপণি বিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। কসমেটিক্স সামগ্রীর দোকানগুলোতে মেয়েদের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া কেউ কিনছেন জামা-কাপড়, কেউবা বেছে নিচ্ছেন পছন্দের জুতা।

নিউ মার্কেটে কথা হলো চাকরিজীবী জাফর আহমদের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগেই ঈদের প্রায় সব কেনাকাটা করে নিয়েছি। আজ একা বের হয়ে মার্কেটে এসে একজোড়া জুতা পছন্দ হলো, তাই কিনছি।’

তবে ব্যস্ততার কারণে তেমন কিছুই কিনতে পারেননি ডা. শামসুল আলম। তিনি বলেন, ‘সময়ের অভাবে কিছু কেনা হয়নি নিজের জন্য। স্ত্রী-সন্তানরা নিজেরা কিছু কিনেছে আগেই। এখন নিজের জন্য একটা পাঞ্জাবি আর জুতা কিনবো বলে মার্কেটে এসেছি।’

মার্কেটে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত শহরবাসী বেশকিছু মার্কেটে দেখা গেছে মেহেদি উৎসব। চাঁদরাতেই মেয়েরা তাদের হাত রাঙিয়ে তোলেন মেহেদিতে। যে কোনও উৎসবে তাদের সাজগোজের অন্যতম অনুষঙ্গ হলো মেহেদি। বসুন্ধরা সিটিতে বন্ধুদের সঙ্গে মেহেদি দিচ্ছিলেন সানজিদা আফনান। মেহেদি রাঙা হাত দেখিয়ে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে কিছু টুকটাক কেনাকাটা করতে এসেছিলাম। এখানে মেহেদি উৎসব দেখে হাতে দিচ্ছি।’

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইসলামের ধর্মীয় পরিভাষায় এর অর্থ পুরস্কারের দিবস। দীর্ঘ এক মাস রমজানে সংযমের পর মুসলমানরা এ দিনে আনন্দ করেন। হিজরী বর্ষপঞ্জি অনুযায়ী রমজান শেষ হলেই শুরু হয় শাওয়াল। উৎসব হিসেবে ঈদুল ফিতর পালন করা হয় এ মাসের প্রথম দিনে।

ঈদের দিনের শুরু হয় নামাজ আর সেমাই দিয়ে। এদিন পরিবারের সবাই কিংবা বন্ধুরা দলবেঁধে যান ঈদগাহে। এজন্য অনেকই কেনেন নতুন টুপি ও জায়নামাজ। তাই শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বেড়েছে টুপি, জায়নামাজ ও আতরের দোকানে। বিক্রেতারাও দেশ-বিদেশের বাহারি টুপির পসরা নিয়ে বসেছেন। বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের আল মোত্তাকিম হাউজের কর্ণধার মো. আলামিন বলেন, ‘শেষ মুহূর্তে অনেকেই টুপি কিনতে এসেছেন। চাঁদরাতে তো বটেই, ঈদের দিন সকালেও নামাজের আগে টুপি কেনেন ক্রেতারা।’

ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদের বাজার ভালোই ছিল। তবে শেষ দিনে মার্কেটে ভিড় একটু কম লক্ষ্য করা গেছে। যদিও আগেই বিক্রি হয়েছে বেশ। বিশেষ করে পাঞ্জাবি, জুতা, কসমেটিক্স ও অর্নামেন্ট সামগ্রীর প্রতি ক্রেতাদের চাহিদা ছিল বেশি।’

চাঁদ দেখা যাওয়ার পর থেকে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে সেলুন ও পার্লারে। শেষ মুহূর্তে এসে সাজসজ্জায় ব্যস্ত সময় কাটছে নারী-পুরুষের। রাজধানীর আজিমপুরের স্মার্ট ম্যানস সেলুনের স্বত্ত্বাধিকারী নারায়ণ চন্দ্র বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের আগে আজই শেষ দিন, তাই চুল কাটাতে আসা মানুষের বেশ ভিড়। যতক্ষণ লোকজন আসবেন, ততক্ষণ সেলুন খোলা রাখবো। প্রয়োজনে সারারাত।’

শুধুই কেনাকাটার ব্যস্ততা নয়, বিপণি বিতানগুলোর ভেতরে ও বাইরে চলছে জমজমাট আড্ডা।
কিছু এলাকায় কানে ভেসে এসেছে সাউন্ড সিস্টেমে উচ্চশব্দে বাজানো গান। এভাবেই ঈদের আগাম উৎসবে মেতে উঠেছে তরুণরা। পথের ধারে চটপটি-ফুচকার দোকানে খেতে খেতে চলছে তরুণ-তরুণীদের আড্ডা।

ঈদ উপলক্ষে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সেজেছে নানান রঙের আলোয়। বনানী, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, সচিবালয়, গণভবন, সংসদ ভবন, মিন্টো রোডের সরকারি-বেসরকারি বিভিন্ন ভবনে দেখা যাচ্ছে আলোকসজ্জা।

এদিকে ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। এ কারণেই রাজধানী এখন অনেকটাই ফাঁকা। সড়কে নেই যানজট। ফাঁকা ঢাকা পেয়ে অনেকেই ঘুরতে বেরিয়েছেন বাসাবাড়ি থেকে। হাতিরঝিলে দেখা গেছে মানুষের ভিড়।

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই /সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক