X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঈদ উৎসবে রাজধানীর শিশুপার্কে হ-য-ব-র-ল

শাহেদ শফিক
২৭ জুন ২০১৭, ০০:১৮আপডেট : ২৮ জুন ২০১৭, ১৪:৫৪

ঈদ উৎসবে রাজধানীর শিশুপার্কে হ-য-ব-র-ল এবারের ঈদ উৎসবে অব্যবস্থাপনা দেখা গেছে শাহবাগের শিশুপার্কে। ঈদের দিন সকাল থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল এখানে। কিন্তু প্রবেশ পথের চারটি লাইনের মধ্যে দুটিই ছিল বন্ধ। বাকি দুটি পথ দিয়ে একজন একজন করে প্রবেশ করতে হয়েছে হাজারও মানুষকে। এতে বিড়ম্বনার পাশাপাশি হেনস্তার শিকারও হয়েছেন অনেকে নারী।
ঈদের দিন দুপুরের দিকে পার্কে গিয়ে দেখা গেছে, প্রতিটি রাইডেই দীর্ঘ লাইন। পুরোপুরি ভর্তি হয়ে গেছে পার্কটি। প্রবেশ পথের সামনেও রয়েছে দীর্ঘ জট। ভেতরে প্রবেশের জন্য মূল পথে লোহার গ্রিল দিয়ে তৈরি চারটি পথ থাকলেও দু’টি বন্ধ রাখা হয়েছে। বাকি দু’টি পথ দিয়ে টিকিট চেক করার পর একজন একজন করে প্রবেশ করছেন দর্শনার্থীরা। হুড়োহুড়ি করে প্রবেশ করতে গিয়ে হেনস্তার শিকার হন নারীরা।
পার্কে প্রবেশের অপেক্ষায় থাকা দর্শনার্থী নারীরা পুরুষদের ভিড়ে শিশুরারও হেনস্তার শিকার হন। এ সময় কেউ কেউ নিচু স্বরে দু’একটি ঘটনার প্রতিবাদ করলেও অনেকেই নিরবে সহ্য করে গেছেন। সব ক’টি গেট খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন উপস্থিত দর্শনার্থীদের অনেকেই। দীর্ঘ সময় এমন অবস্থার পর খুলে দেওয়া হয়েছে বাকি দু’টো লাইন।
শিশু সন্তানদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করতে দর্শনার্থীরা শিশুদের সামলাতেও হিমশিম খেতে হয়েছে। এরমধ্যে প্রবেশপথে এ অব্যবস্থাপনার পাশাপাশি পার্কের ভেতরের রাইডগুলোতেও চরম অব্যবস্থাপনা দেখা গেছে। প্রতিটি রাইডে দীর্ঘ লাইন দেখা গেলেও দায়িত্বরত ব্যক্তিরা অতিরিক্ত টাকা নিয়ে সামনে দিয়ে লোক ঢুকিয়ে দিতে দেখা গেছে।
বিভিন্নভাবে দল বেঁধে অর্ধশতাধিক দর্শনার্থী টাকা দিয়েও পার্কে প্রবেশ করেছেন। গেটে দায়িত্বরত একজন টাকাগুলো নিয়েছেন। অন্যজন সহযোগিতা করেছেন। এ অবস্থার মধ্যে বিরক্তি প্রকাশ করে এক বৃদ্ধ চলে যান গেট ছেড়ে। তিনি শিশুপার্কে আর তার শিশুদের নিয়ে যেতে পারেননি।
জানতে চাইলে দায়িত্বরত ব্যক্তি তার নাম বলতে রাজি হয়নি। তবে অভিযোগ স্বীকার করে বলেন, ‘মঝে মধ্যে আওয়ামী লীগের দলীয় কিছু পোলাপাইন আসে। তাদের আবদার রাখতে হয়। তাদেরকে ঢুকতে দেই। কোনও টাকা পয়সা নেওয়া হয় না। অথচ দলীয় পরিচয়ে তখন কেউ পার্কের ভেতরে ঢোকার চেষ্টা করেননি।
জানা গেছে, ঈদের প্রথম চার দিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশ মূল্য ১৫ টাকা। প্রতিটি রাইড চড়ার জন্য দিতে হবে বাড়তি ১০ টাকা। সুবিধাবঞ্চিত শিশুরা আগামী বুধবার বিনা টিকিটে পার্কে প্রবেশ ও রাইডে চড়ার সুযোগ পাবে।
/এসএমএ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
তাইওয়ানে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
নারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
জরিপের তথ্যনারীবান্ধব টয়লেট সুবিধা পান না ৯৩ শতাংশ নারী
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা