X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফসল নষ্ট ও ব্যবসায়ীদের কারসাজিতেই চালের দাম বেড়েছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ২০:৩৬আপডেট : ২৮ জুন ২০১৭, ২০:৪২

সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা করছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) হাওরে ফসল নষ্ট ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের খাদ্যের অভাব নেই। চালের মজুদ যে কম আছে সেটাও কিন্তু নয়। তবে কিছুদিন হলো চালের দাম বেড়েছে। হাওরে ফসল নষ্ট হয়ে যাওয়ায় কিছুটা দাম বেড়েছে। কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজিও থাকতে পারে। তবে এরই মধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি। চাল আমদানির ওপর কর কমিয়েছি। অবশ্য চালের দাম বাড়ায় কৃষক এবার তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পেয়েছে।’
বুধবার (২৮ জুন) বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা শেখ হাসিনা এসব কথা বলেন। এসময় তিনি বলেন, ‘আমাদের যতগুলো চালের গুদাম রয়েছে তার থেকে চালের নমুনা এনে আমি দেখেছি। সরকারি গুদামে আমাদের মজুদ ১ লাখ ৮৮ হাজার মেট্রিক টন। অনুমোদিত মিলগুলোর মজুদ ৫৪ লাখ ৪০ হাজার ৩৬৫ লাখ মেট্রিক টন। অননুমোদিত মিল, কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতা পর্যায়ে মজুদ আরও ৫০ লাখ ৩০ হাজার ৪৫৬ মেট্রিক টন। সব মিলিয়ে ১ কোটি ৬ লাখ ৫৮ হাজার ৮২১ মেট্রিক টন খাদ্যের মজুদ রয়েছে আমাদের। কাজেই খাদ্যের অভাব হবে না।’
দেশের আর্থসামাজিক উন্নতিকে সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার রাজনীতি ব্যক্তিগত কোনও ভোগ-বিলাসের জন্য নয়, উচ্চাভিলাষের জন্য নয়। আমার রাজনীতি বাংলার জনগণের জন্য। বাবার কাছে আমি সেই শিক্ষাই পেয়েছি। তার কাছ থেকে মানুষকে ভালোবাসতে শিখেছি। মানুষকে ভালোবাসি বলেই তাদের ভালো থাকাটা আমার বড় পাওয়া। এদেশের মানুষ যেন সুন্দর জীবন পায়, সেটা আমরা চাই। আমরা ক্ষমতাকে কখনও ভোগ-বিলাসের বস্তুতে পরিণত করিনি। ক্ষমতায় এসে কোন ব্র্যান্ডের কাপড় পরবো, কোন ব্র্যান্ডের গাড়িতে চড়বো, কোন দেশ থেকে ফার্নিচার আনবো, কত বড় ঝাড়বাতি ঘরে লাগাবো— এসব চিন্তা আমরা কখনও করিনি। বসার চেয়ারকে কতটা ডেকোরেট করব, ওই চিন্তা করি না। বরং ঝাড়বাতি সরিয়ে দিয়েছি। গণভবনে বোধহয় একটা-দু’টো আছে। বাকি সব সরিয়ে দিয়েছি। চেয়ারও বদলে দিয়েছি।’
নিজের পরনের শাড়ির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে আমি একটা শাড়ি পরে এসেছি। আমার মেয়ের কিছু বিদেশি বন্ধু এসেছিল আজ। তারা সোনারগাঁও গিয়েছিল। সেখানে তাঁতীরা তাঁতে কাপড় তৈরি করেন। সেখান থেকে এই শাড়িটা কিনে এনেছে। সাড়ে ছয় হাজার টাকা দাম চেয়েছিল। সেখান থেকে নাকি আবার পাঁচশ টাকা কম নিয়েছে। কম নেওয়ার জন্য জামাই বাবাজিকে বললাম, পাঁচশ টাকা কম দিলে কেন, পাঁচশ টাকা তো বেশিও দিয়ে আসতে পারতে। সে বললো, কিনতে গেলে তো একটু বার্গেনিং করতেই হবে। আমি এই শাড়িটি পরেই আজকে এসেছি। মেয়ে কিনে নিয়ে এসেছে।’
সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী (ছবি- ফোকাস বাংলা) শেখ হাসিনা বলেন, ‘আজ আমি প্রধানমন্ত্রী, কালকে না থাকলে চলে যাব। গাড়িতেও চড়তে পারি, ভ্যানেও চড়তে পারি, রিক্সায়ও চড়তে পারি, পায়েও হাঁটতে পারি। আমরা সবই পারি। প্রধানমন্ত্রী হিসেবে বিমানের ফার্স্ট ক্লাসে চড়ি। যখন প্রধানমন্ত্রী থাকব না, তখন ইকোনমি ক্লাসে চড়বো। আমরা সবকিছুর জন্য প্রস্তুত। বাবা-মা আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। মানুষের ভালো থাকাটাই আমাদের কাছে মুখ্য। নিজেদের কথা ভাবলে দেশের এত উন্নতি করতে পারতাম না।’ তিনি আরও বলেন, ‘দেশের মানুষের এখন কোনও অভাব নেই। মানুষের পেটে ভাত আছে, মাথা গোঁজার ঠাঁই আছে। যেটা বাকি আছে, সেটাও আমরা করে দেবো।’
কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার ধারায় কওমি মাদ্রাসা নতুন যোগ হয়েছে। এসব মাদ্রাসার শিক্ষার্থীরা আমাদেরই সন্তান। তারা এতদিন অবহেলিত ছিল। সমাজে তাদের গুরুত্ব ছিল না, সম্মান ছিল না। আমরা ছয়টি কওমি মাদ্রাসা বোর্ডকে একত্রিত করে তাদের কারিকুলাম ঠিক করে সনদের ব্যবস্থা আমরা করে দিয়েছি। এর মাধ্যমে আমরা মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ক করার উদ্যোগ নিয়েছি।’
আগের সরকারের নাম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীকে অনেকে ব্যবহার করেছে। তাদের কাঁধে বন্দুক রেখে নিজেরা ক্ষমতায় বসেছে, তারপর রাজনীতিতে এসেছে। কিন্তু আওয়ামী লীগ কখনও তাদের ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেনি। আওয়ামী লীগের সময় সশস্ত্র বাহিনীর কাউকে রক্ত দিতে হয়নি।’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ১১টি বাজেট পেশকে ‘ইতিহাস’ অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাজেট আলোচনায় সরকারদলীয় সদস্যরা আলোচনা করেছেন। তারা সরকারদলীয় নাকি বিরোধীদলীয় সংসদ সদস্য, সেটাই বুঝতে দেননি। কোনও খুঁতকে ছাড় দেননি। এটাই গণতন্ত্র। জনগণের কাছে আমাদের ওয়াদার প্রতিফলন ঘটে বাজেটের মধ্য দিয়ে।’ তিনি বলেন, ‘এবারের বাজেট নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। বাজেট মানুষের জন্য। মানুষের কোনও কষ্ট হোক, সেটা আমরা চাই না, অর্থমন্ত্রীও চান না। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।’
চার লাখ দুইশ ৬৬ কোটি টাকার এই বাজেটের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। আগে বিদেশি অনুদান ও অর্থের ওপর ভিত্তি করে বাজেট হতো। আমরা সেই ধারা থেকে বেরিয়ে মর্যাদাপূর্ণ জায়গায় এসেছি। আমাদের বাজেটের ৯০ শতাংশই নিজস্ব অর্থায়ন।’
প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বর্তমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, ‘গরু হোক, গাধা হোক; শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া আছে, পাস করিয়ে দিতে হবে।’
এরশাদের বক্তব্যের জবাবে শেখ হাসিনা বলেন, ‘ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন থাকলেই ভালো করবে— এমন নয়। আমাদের ছেলে-মেয়েদের মানসিক শক্তি হারিয়ে যাবে। পৃথিবীর কোথাও এই পদ্ধতি নেই। ডিভিশন নিয়ে বিদেশে গেলে তাদের নেবে না। সেজন্য পরিবর্তন আনা হয়েছে। আমরা পেছনে যেতে চাই না। পাস করলেই গরু-ছাগল হয়ে যায় না। দয়া করে গরু-ছাগল বলবেন না।’

আরও পড়ুন-

৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক দেড়শ’ টাকা

দুই বছরের জন্য ভ্যাট আইন স্থগিতের পরামর্শ প্রধানমন্ত্রীর

/ইএইচএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা