X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাজেটের প্রশংসা করলেন রওশন, সমালোচনা করলেন এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ২২:২৮আপডেট : ২৮ জুন ২০১৭, ২২:৪২

এরশাদ ও রওশন এরশাদ প্রস্তাবিত বাজেটের ব্যাপক সমালোচনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অন্যদিকে, এরশাদের স্ত্রী, দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ অবস্থান নিয়েছেন বাজেটের পক্ষে। বুধবার (২৮ জুন) বাজেট আলোচনার শেষ দিনে এরশাদ ও রওশদ এরশাদ বক্তব্য দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ আলোচনায় অর্থমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, এটি তার জীবনের সর্বশ্রেষ্ঠ বাজেট। আমি গ্রামে ঘুরি, রংপুরে গিয়েছিলাম। লোকজন বলে, ৫০ টাকা চাল খাই। বাজেটে দাম আরও বাড়বে, খাব কী। আমি বলেছি, প্রধানমন্ত্রী দেখবেন। আর মনে মনে বলেছি, প্রধানমন্ত্রী আমার সঙ্গে দেখা করেন না, কী করে বলব? এটা অর্থমন্ত্রীর কাছে শ্রেষ্ঠ বাজেট, জনগণের কাছে নিকৃষ্ট বাজেট। কিছু বিষয় সমালোচনা করতেই হচ্ছে। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। উনি (অর্থমন্ত্রী) বললেন, বেস্ট অব বাজেট; আর জনগণ বলে, ওয়েস্ট অব বাজেট।’
বাজেটের সমালোচনা করে এরশাদ আরও বলেন, ‘রিকশাওয়ালা, ক্ষেতমজুররা এই বাজেটকে দুঃসহ বাজেট বলেছে। তারা মহা আতঙ্কে আছে। এই বাজেটে ঘাটতি এক লাখ ১২ হাজার ৯৭৫ কোটি টাকা। এই ঘাটতি পূরণ করা যাবে না। অবাস্তব ভিত্তির ওপর দাঁড়িয়ে বাজেট দেওয়া হয়েছে।’
আর্থিক খাতে অনিয়মের প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ব্যাংক খাতে লুটপাট হচ্ছে। বিদেশে অর্থ পাচার হচ্ছে। কেন তাদের নাম প্রকাশ করা হয় না? তারা কি এতই শক্তিশালী? সরকারের চেয়েও শক্তিশালী? শেয়ার মার্কেট ও মানি মার্কেট ক্যান্সারে আক্রান্ত। ব্যাংক থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে। বিনিয়োগ না বাড়ায় কর্মসংস্থান কমেছে। কত কর্মসংস্থান হয়েছে, তার হিসাব নেই। বিনিয়োগ-কর্মসংস্থান ছাড়া প্রবৃদ্ধি সম্ভব নয়। কিভাবে ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবেন? শেয়ার বাজার, মানি মার্কেট টালমাটাল। বিদেশে টাকা পাচার হচ্ছে। কেন কিছু বলেন নাই? বেসিক ব্যাংকের অবস্থা করুণ। এর জন্য দায়ীদের কেন নাম প্রকাশ করা হচ্ছে না?’
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ‘রিজার্ভ থেকে টাকা চুরি হয়েছে। অনন্য ঘটনা। কারও নাম জানতে পারেননি। তারা কি ধরাছোঁয়ার ঊর্ধ্বে। এর চেয়ে দুঃখজনক কী হতে পারে! অর্থমন্ত্রীর কি সুশাসনের অভাব? ব্যাংক খাত লুটপাটকারীদের নাম প্রকাশ করুন, চিহ্নিত করুন। আমাদের দেশে শেয়ার মার্কেট অর্থ লোপাটের প্রাণকেন্দ্র। আমি আর্তনাদ শুনেছি। প্রধানমন্ত্রী মা, জানি তাদের দুঃখে এগিয়ে আসবেন। জানি না পেরেছেন কিনা। শেয়ার বাজার শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। জাস্টিস ডিলেইড, জাস্টিজ ডিনাইড। কিস্তু জাস্টিজ ওয়াজ বিট্রেইড।’ এরশাদ সিগারেটের ওপর শতাভাগ কর আরোপের দাবি করে বিড়িতে দুই শতাংশ কর আরোপরে প্রস্তাব দেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বাজেটের সমালোচনায় মুখর হলেও দলটির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ প্রশংসা করেছেন বাজেটের। তিনি বলেন, ‘দারিদ্র্যবান্ধব বাজেট পাব বলে আশা করছি। আমার মনে হয় সর্বকালের সর্ববৃহৎ বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। জাতিকে অনেক স্বপ্ন দেখাচ্ছেন। এত বড় বাজেট আমাদের চিন্তা-চেতনায় আসে না। এর বাস্তবায়নের গতি দ্রুত হতে হবে। সমৃদ্ধ দেশ হতে হবে। এবারই প্রথম সংসদে ভালো আলোচনা হয়েছে। অনেক সংসদ সদস্য মন্তব্য করেছেন।’
রওশন বলেন, ‘অনেকে বাজেটকে বলেছে কল্পনার ফানুস। অনেকে বলেছে অর্থমন্ত্রীর বিচার হওয়া উচিত। আমি অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কারণ উনি বাজেট দিয়েছেন বলেই এই আলোচনা হয়েছে। জনগণের কিছু দাবি আছে, সেগুলো দেখবেন। শেখ সেলিম বলেছেন, অর্থমন্ত্রী কেন এত বকবক করেন। আমার ভালো লেগেছে। এবারই ভালো আলোচনা হয়েছে।’
স্বামী এরশাদ বিড়ির ওপর ট্যাক্স কমানোর প্রস্তাব দিলেও রওশন বিড়ি কারখানা বন্ধ করে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, ‘বিড়ি কারখানাতে ছোট ছোট শিশুরা কাজ করছে। শিশুশ্রম তো বন্ধ। কিন্তু অভাবের কারণে তারা কাজ করছে। বিড়ি কারখানা বন্ধ না করলে হবে না। এর জায়গায় ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি করে দেন।’ রওশন এরশাদের এই দাবি জানানো সময় সংসদে হাসির রোল পড়ে যায়। পাশে বসা এরশাদকেও হাসতে দেখা যায় এসময়।
বাজেটে প্রস্তাবিত রাজস্ব আদায় প্রসঙ্গে রওশন এরশাদ বলেন, ‘গত বাজেটেও অর্থমন্ত্রীর বড় চিন্তা ছিলে রাজস্ব আদায় দিয়ে। ১৫ শতাংশ ভ্যাট আছে, আবগারি শুল্ক আছে, কর্পোরেট ট্যাক্স আছে। রাজস্ব আদায় হবে। মানুষের ওপর চাপিয়ে দিয়ে ভ্যাট আদায় সমীচীন হবে না। চিন্তা করতে হবে।’
ভ্যাট প্রসঙ্গে তিনি বলেন, ‘ভ্যাট নিয়ে ব্যবসায়ী মহলে দুশ্চিন্তা আছে। এটা নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে। বিশেষভাবে অনুরোধ করব, এটা নিয়ে চিন্তা করবেন। এক লাখ টাকায় আবগারি শুল্কের প্রস্তাব আছে। কিন্তু এক লাখ টাকা কোনও টাকা নয়। এটা আবার চিন্তা করে দেখবেন।’

আরও পড়ুন-

দুই বছরের জন্য ভ্যাট আইন স্থগিতের পরামর্শ প্রধানমন্ত্রীর

ফসল নষ্ট ও ব্যবসায়ীদের কারসাজিতেই চালের দাম বেড়েছে: প্রধানমন্ত্রী

ভ্যাট অব্যাহতির আওতায় আসলো যেসব পণ্য

/ইএইচএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না