X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সড়কে কিছু অনিয়ম আছে, অস্বীকার করি না: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০১৭, ১৪:৩৬আপডেট : ২৯ জুন ২০১৭, ১৪:৩৯

সংসদে যোগাযোগমন্ত্রী (ফাইল ছবি)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সড়কে কিছু অনিয়ম আছে তা অস্বীকার করার সুযোগ নাই, করবোও না। সড়ক খাত শতভাগ দুর্নীতিমুক্ত হয়েছে তা বলারও সুযোগ নাই। তারপরেও আমরা ভালো করছি। সড়ক খাতে বরাদ্দ ১ হাজার কোটি টাকা থেকে ১১ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং স্বীকার করছি আমাদের প্রকল্প শতভাগ বাস্তবায়ন হবে।’

বৃহস্পতিবার (২৯ জুন) জাতীয় সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় খাতে বিশেষ বরাদ্দের মঞ্জুরি আবেদন করলে কয়েকজন সংসদ সদস্য তা ছাঁটাই করার প্রস্তাব তোলেন। ছাঁটাই প্রস্তাবগুলোর জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের আগে একসঙ্গে এক কোটি মানুষ ঢাকা ছেড়ে গেছে। সমস্যাতো হওয়ারই কথা। কিন্তু তারপরেও রাস্তায় যানজট ছিল না তবে ধীরগতি ছিল। অনেক যাত্রী সাড়ে ৪ ঘণ্টায় চট্টগ্রাম গিয়েছে, এটি অকল্পনীয়। আমাদের ধৈর্য কম। আমরা ভিআইপিরা উল্টো পথে যাই বলেই এই যানজট সৃষ্টি হয়। আমাদের নিয়ম মেনে চলা উচিত।’

সেতুমন্ত্রী আরও বলেন, ‘ঈদের দিন প্রধানমন্ত্রীকে টেলিফোনে ঈদের শুভেচ্ছা জানাতে গেলে তিনি রাঙামাটির দিকে নজর রাখার পরামর্শ দেন। সে কারণে ঈদের নামাজ শেষ করে স্থানীয় লোকজনদের সঙ্গে শুভোচ্ছা বিনিময় করে সড়ক পথেই রাঙামাটি যাই। সেখানকার রাস্তাঘাটের অবস্থা দেখেছি। কীভাবে অতি দ্রুত সময়ের মধ্যে ওই রাস্তাঘাট  ব্যবহার উপযোগী করা যায় তার নির্দেশনা দিয়েছি।এটি শেখ হাসিনার কমিটমেন্ট।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাঙামাটি থেকে আসার সময় সারা রাস্তা ফাঁকা। কিন্তু কাঁচপুরে এসে দেখলাম ৮ লেনের রাস্তায় যানজট। ৪০ মিনিট যানজটে ছিলাম।  আমাদের সচেতনতার অভাব। আমরা দ্রুত ঢাকায় ঢুকতে চাই বলেই যেভাবে খুশি সেভাবে গাড়ি চালাই এবং সে কারণে যানজট হয়। এই মন মানসিকতা পরিবর্তন না হলে যানজট নিরসন করা যাবে না।’

ময়মনসিংহের ফ্লাইওভার নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ময়মনসিংহে যাওয়ার পথে ৫টি ফ্লাইওভার হবে। বছর দেড়েক অপেক্ষা করুন, সমস্যা থাকবে না। ময়মনসিংহে যেতে আগের মতো আর ৫ ঘণ্টা সময় লাগে না। গাজীপুর থেকে ময়মনসিংহ যেতে এখন সময় লাগে মাত্র দুই ঘণ্টা। এটা কি উন্নতি নয়?’

পদ্মাসেতু নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মাসেতু হলে দেশের দক্ষিণাঞ্চলের চেহারা বদলে যাবে। ওখানকার রাস্তাঘাট চারলেন করা হবে। এটা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি ৪৩ শতাংশ। আমি প্রতি শুক্রবার ওই প্রকল্প ভিজিট করি।’

সেতুমন্ত্রী বলেন, ‘মহাসড়কে অনেক জায়গায় এখন আর থ্রি হুইলার দেখা যায় না, তবে  কিছু কিছু জায়গায় থ্রি হুইলার আছে। আমাদের দলীয় নেতাকর্মী এবং অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তির পরামর্শে থ্রি হুইলার বন্ধ করতে পারছি না। যদিও এগুলো দুর্ঘটনা ঘটায়।’

তবে সড়ক দুর্ঘটনা কমেছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, ‘এই ঈদের সময় রংপুরে ১৭ জন ধরলে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা মাত্র ৪৩ জন। আগে এর চাইতে  অনেক বেশি দুর্ঘটনা ঘটতো। সরকার সচেতন বলেই ঢাকা-মাওয়া মহাসড়কে গত দুই মাসে কোনও দুর্ঘটনা ঘটেনি।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদসহ সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসআই/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন