X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

১৫ জুলাইয়ের মধ্যেই বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা গেজেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৭, ১২:৫২আপডেট : ০২ জুলাই ২০১৭, ১২:৫৬

আইনমন্ত্রী আনিসুল হক

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রবিবার (২ জুলাই) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিটে এক সভা শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এর আগে রবিবার সকালে শেষবারের মতো দুই সপ্তাহ সময় বেঁধে দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। নির্ধারিত দিনে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময়ের আবেদন জানালে তা মঞ্জুর করে প্রধান বিচারপতি এ কথা বলেন।

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে অ্যাটর্নি জেনারেল সময়ের আবেদন দাখিল করেন। প্রধান বিচারপতি জানতে চান কতদিন সময় চাওয়া হচ্ছে। অ্যাটর্নি জেনারেল জানান, দুই সপ্তাহ। তখন প্রধান বিচারপতি বলেন, ‘এটি লাস্ট চান্স।’

এর একঘণ্টা পরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিটে নির্ধারিত অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী জানান, ১৫ তারিখের মধ্যেই গেজেট হবে।

এর আগে দীর্ঘদিন এই গেজেট প্রকাশ নিয়ে একাধিকবার সময় দিয়েছেন সর্বোচ্চ আদালত। বিচারিক আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়ন না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে গত ১২ ডিসেম্বর তলবও করেছিলেন আপিল বিভাগ।

গত বছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

তিনি আরও বলেন, ‘শৃঙ্খলা বিধি একটা বিধি, যেটা বিচার বিভাগের উপরে যথেষ্ট প্রভাব রাখবে। ফলে খুঁটিনাটি বিষয়গুলো দেখেই করা উচিত যাতে এমন কোনও কিছু না থাকে যেখানে পরে প্রশ্নবিদ্ধ হয়। ফলে এটি সূক্ষ্মভাবে দেখা হচ্ছে। ১৫ জুলাইয়ের মধ্যেই গেজেট হবে।’

/ইউআই/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
বাজারে অপরিপক্ব লিচু, খেলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৭ মে, ২০২৪)
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ইউপি চেয়ারম্যানকে গ্রেফতারের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
ব্রিটেনে আশ্রয় আবেদন বাতিল, বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাতে চুক্তি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা