X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিকুনগুনিয়া কমলেও ফের ডেঙ্গু ঝুঁকিতে নগরবাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ২০:৫৬আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২১:২০

স্বাস্থ্যমন্ত্রীর সংবাদ সম্মেলন ‘রাজধানীতে চিকুনগুনিয়ার প্রকোপ কমলেও বর্ষা মৌসুম শুরু হওয়ায় ডেঙ্গু ঝুঁকি রয়েছে’। সোমবার (৩ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘মশা নিধনে সফল হবো।’
বিকালে মন্ত্রণালয়ের সভা কক্ষে ‘চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ’ শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, ‘চিকুনগুনিয়ার প্রকোপ কমলেও বর্ষা মৌসুম শুরু হওয়াতে ডেঙ্গুর ঝুঁকি রয়েছে। কারণ চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এ দুই জ্বরের জীবানু ছড়ায় এডিস মশা।’

চিকুনগুনিয়ার প্রকোপ কমেছে উল্লেখ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত তিন মাসে ৬৪৩ জনের চিকুনগুনিয়ার পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৫১৩ জন আক্রান্ত।’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যন্ত্রী মোহাম্মদ নাসিম মশক নিধন কার্যক্রমকে তরান্নিত করতে সিটি করপোরেশনে জনবল বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘মশক নিধনে সিটি করপোরেশনের লোকবলে ঘাটতি রয়েছে, তাই দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। জনবল কম থাকলে দ্রুত জনবল নিয়োগের ব্যবস্থা করতে হবে।’

মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘যে দেশ জঙ্গি দমন করতে পারে, সে দেশ মশা নিধন করতে পারবে না, তা হতে পারে না। আমরা জঙ্গিদমন করতে সফল হয়েছি, ডেঙ্গুমশা নিধন করতেও সফল হব।’

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, ‘আগামী চার থেকে থেকে ছয় সপ্তাহের মধ্য চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আসবে। চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যক্রম চলছে। চিকুনগুনিয়া রোগ নিয়ে হতাশা বা আতাঙ্কিত হবার কিছুই নেই।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের পাচঁ শতাধিক ডাক্তার, নার্স, সেকমোদের চিকুনগুনিয়া গাইড লাইনের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ডিভিশনাল ডাইরেক্টর, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে নির্দেশনা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ৪৫ টি ওয়ার্ডে ডাক্তার, নার্স ওয়ার্ড কাউন্সিলর, ইমাম, স্থানীয়দের অবহিত করন ও সচেতনতামূলক সভা পরিচালনা করা হয়েছে।

/জেএ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
সৌন্দর্যের সংজ্ঞা বদলাতে চান ম্রুনাল
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
অস্ট্রেলিয়ার সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি