X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি কূটনীতিকদের বিদেশে গৃহকর্মী নেওয়ার ওপর নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০১৭, ০১:০৮আপডেট : ০৭ জুলাই ২০১৭, ০১:১৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

সম্প্রতি নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি কূটনীতিকদের বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের মামলার পরিপ্রেক্ষিতে আমেরিকা বা ইউরোপে বাংলাদেশি মিশনগুলোতে কূটনীতিকদের গৃহকর্মী নেওয়ার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মূলত নতুন করে যারা ওই দুই মহাদেশের কোনও দেশে নিযুক্ত হচ্ছেন তাদের আর গৃহকর্মী নেওয়ার অনুমতি দিচ্ছে না মন্ত্রণালয়।

এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নিউইয়র্কে একাধিক বাংলাদেশি কূটনীতিকের ক্ষেত্রে এ ধরনের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে এখন নতুন করে যেসব কূটনীতিক আমেরিকা-ইউরোপে বাংলাদেশের দূতাবাস বা মিশনে যাচ্ছেন তাদের আর গৃহকর্মী নেওয়ার অনুমতি দিচ্ছি না আমরা। এছাড়া, যারা গৃহকর্মী নিয়ে গেছেন তাদের বলেছি পর্যায়ক্রমে তাদের গৃহকর্মীদের দেশে পাঠিয়ে দিতে।’

আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশি মিশন প্রধান যে দেশে নিযু্ক্ত সেদেশের মানদণ্ড অনুযায়ী তার বাসায় একজন পাচক রাখার একটি প্রস্তাব আমরা জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তবে এটি এখনও অনুমোদন পায়নি।’ তিনি বলেন, ‘এ ব্যবস্থা গ্রহণ না করলে অর্থাৎ ইউরোপ বা আমেরিকার মানদণ্ডে বেতন না দিলে এ ধরনের মামলা আরও হওয়া আশঙ্কা রয়েছে।’

গত জুন মাসে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিকদের বিরুদ্ধে গৃহকর্মীদের মামলা দায়েরের পর পর দুটি ঘটনা ঘটেছে। ওই কর্মকর্তা মনে করেন, এ ধরনের ঘটনার অন্যতম প্রধান কারণ হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন নীতির কারণে অবৈধদের দেশটিতে থাকার সুযোগ কমে যাচ্ছে। সেক্ষেত্রে, এ ধরনের মামলা করলে যতদিন না তা নিষ্পত্তি হচ্ছে ততদিন বাদী যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মাদ শাহেদুল ইসলামকে গত মাসে গৃহকর্মী নির্যাতন অভিযোগে পুলিশ গ্রেফতার করে। পরে তাকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বদলি করা হয়। এর পরপরই লিয়েনে জাতিসংঘ সদর দফতরে কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হামিদ রশিদের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনেন তার গৃহকর্মী।

এর আগে ২০১৪ সালে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলামের বিরুদ্ধে তার গৃহকর্মী একই ধরনের অভিযোগ আনেন। এ মামলা এখনও চলছে।

/এসএসজেড/এএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া