X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন উদ্ভাবন নিয়ে এগোবে পর্যটন বোর্ড

চৌধুরী আকবর হোসেন
১২ জুলাই ২০১৭, ০১:০৯আপডেট : ১২ জুলাই ২০১৭, ০১:১৪

বাংলাদেশ পর্যটন বোর্ড পর্যটন খাতে বাংলাদেশের অপার সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। সম্ভবনা থাকলেও নানা কারণে অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রা। তবে সংশ্লিষ্টরা বলছেন, পর্যটন শিল্প বিকাশে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধান করলে এ খাত হয়ে উঠতে পারে দেশের আয়ের অন্যতম উৎস। এদিকে নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশে পর্যটন বোর্ড।
নিরাপত্তা, প্রযুক্তি ও টেকসই পর্যটন- এই তিনটি বিষয় বাংলাদেশে পর্যটন বিকাশের ক্ষেত্রে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থার সেক্রেটারি জেনারেল তালেব রেফাই। চলতি বছরের মে মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হয় জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিও’র কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিএপি) এবং দ্য কমিশন ফর সাউথ এশিয়া’র (সিএসএ) ২৯তম যৌথ বৈঠক। এ বৈঠকে তালেব রেফাই আরও বলেন, ‘পর্যটন বিকাশের ক্ষেত্র রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। অবকাঠামোগত উন্নয়নও হচ্ছে। পর্যটন খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার এখনই সময়। ’
পর্যটন খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই উন্নয়ন,নতুনত্ব, নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান। তিনি বলেন,‘পর্যটন বিশ্বের অন্যতম আর্থিক খাতে পরিণত হয়েছে, বাংলাদেশের জন্যও রয়েছে সম্ভবনা। পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান তৈরি, রফতানি ও অবকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি সম্ভব। ’

সৈয়দ রাশিদুল হাসান বলেন,‘বিশ্বের প্রায় ৭ জনের ১ জন ভ্রমণ করেন অন্য দেশে। বিশ্বের কাছে বাংলাদেশের পর্যটন স্থানগুলোকে তুলে ধরতে হবে। পর্যটন খাতের বিকাশ টেকসই করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। কমিউনিটি বেজড ট্যুরিজম নিয়ে উদ্যোগ নিলে স্থানীয় মানুষজন সরাসরি উপকৃত হবেন। মানুষের হাতের মুঠোয় এখন প্রযুক্তি। প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে দুনিয়াজুড়ে তুলে ধরা জরুরি। গুরুত্ব দিতে হবে হেলথ ট্যুরিজমকে।’

পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্বের অনেক দেশ পর্যটক আকর্ষণে ভিসাপ্রাপ্তি সহজ করেছে। এছাড়া পর্যটনবান্ধব নীতি প্রণয়ন করেছে। চীনের অর্থনীতিতে মন্দাভাব থাকলেও দেশটি পর্যটন খাতে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছে। ভারতে ভিসাপ্রাপ্তি সহজ করার ফলে প্রতিনিয়ত বাড়ছে পর্যটকদের পদচারণা। নেপাল, ভুটান, মালদ্বীপসহ অনেক দেশ পর্যটকদের আকর্ষণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। সরকার পর্যটনবান্ধব নীতি গ্রহণ করলে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাবে। একই সঙ্গে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পর্যটন বিকাশে উদ্যোগ নেওয়া প্রয়োজন। পর্যটন খাতের বিকাশ ঘটার ফলে দেশে এয়ারলাইন্স, হোটেল ও রেস্টুরেন্ট, ফিন্যান্স কোম্পানি, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্টসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন করে অর্থনৈতিক প্রবাহ বাড়ছে। আরও গতিশীল উদ্যোগ নেওয়া হলে আয় আরও বাড়বে।

পর্যটন বোর্ড সূত্রে জানা গেছে, ২০১০ সালে জাতীয় পর্যটন সংস্থা হিসেবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) গঠিত হলেও এখনও প্রয়োজনীয় জনবল নেই প্রতিষ্ঠানটিতে। পর্যটন করপোরেশন থেকে সংযু্ক্তির ভিত্তিতে ১০ জন,বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে একজন এবং আউট সোর্সিং-এর মাধ্যমে নয়জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালিত হচ্ছে বোর্ড। দেশি-বিদেশি পর্যটকদের বিষয়ে সঠিক কোনও পরিসংখ্যান তৈরি করতে পারছে না বোর্ড। ফলে অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতেই পর্যটন খাতের বিনিয়োগ ও পদক্ষেপ নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়,পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যাংক, ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে সমন্বয় করতে না পারায় পরিসংখ্যানের ডাটাবেজ করতে পারছে না ট্যুরিজম বোর্ড। এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে বাস্তবায়ন হচ্ছে না অনেক উদ্যোগ। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর থেকে তাৎক্ষণিক সহযোগিতা পাওয়াও পর্যটন বোর্ডের অন্যতম চ্যালেঞ্জ।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব)পরিচালক ও প্যাসিফিক এশিয়া ট্রাভেল লিমিটেড (পিএটিএ) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিবের দায়িত্ব পালন করছেন তৌফিক রহমান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পর্যটনের জন্য আমাদের টেকসই অবকাঠামোগত উন্নয়ন বেশি জরুরি। পাশাপাশি পর্যটকদের আকর্ষণে নানামুখী আয়োজনের প্রয়োজন আছে। এক্ষেত্রে ট্যুর অপারেটরদের একার পক্ষে অনেক কিছু চাইলেও করা সম্ভব নয়। সরকারি উদ্যোগে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আয়োজন হচ্ছে। তবে আরও বৃহৎ কলবরে হওয়া দরকার। টেকসই, সৃজনশীল ও পর্যটনবান্ধব পদক্ষেপ নিতে হবে সরকারকে।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অনেক সম্ভবনা আছে, ফলে আর পেছনে পড়ে থাকার সুযোগ নেই। শুধু কক্সবাজার আর সুন্দরবন দিয়ে পর্যটকদের আর্কষণ করা যাবে না। নতুন নতুন পর্যটন প্রোডাক্ট বাড়াতে হবে। আমাদের অনেক প্রোডাক্ট আছে। সেগুলোকে প্রমোট করতে হবে। আমাদের অনেক পাহাড়, নদী, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহ্য, বৈচিত্র্যময় সংস্কৃতি আছে। এগুলোকে প্রোডাক্ট হিসেবে তুলে ধরা সুযোগ আমাদের রয়েছে। ’

ড. নাসির উদ্দিন বলেন, ‘আমরা বিগত দিনে নানা ধরনের উদ্যোগ নিয়েছি। সামনে বেশকিছু চ্যালেঞ্জ আছে। সেগুলো মোকাবিলায় নতুন নতুন উদ্ভাবনী পদক্ষেপ নিয়ে অগ্রসর হবো। সুদূর প্রসারী পরিকল্পনা প্রণয়নের গবেষণা, সঠিক পরিসংখ্যানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য নতুনত্বের মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের আর্কষণ করা। ’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বার্ষিক কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, ২০১৭-১৮ অর্থবছরে পর্যটন খাতের মহাপরিকল্পনা প্রণয়নের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করবে বোর্ড। আয়োজন করবে পর্যটনের আকর্ষণ হিসেবে কার্নিভালের। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে তুলে ধরা হবে পর্যটনের বিভিন্ন স্পট। ব্যাক ওয়াটার পর্যটন, অ্যাডভেঞ্চার পর্যটন, কমিউনিটি পর্যটন, হোমস্টেসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেবে বোর্ড। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে রোড শো, পরিচিতিমূলক ভ্রমণ, আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে দেশের পর্যটনকে তুলে ধরার পরিকল্পনাও রয়েছে ট্যুরিজম বোর্ডের।

/সিএ/এমপি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা