X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২৪ জুলাই থেকে কর্মবিরতিতে যাচ্ছে নৌযান শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৭, ১৭:৫৭আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৭:৫৭

২১ দফা দাবি পূরণ না হলে আগামী ২৪ জুলাই থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শনিবার (১৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান শ্রমিক নেতারা।

দাবিগুলোর মধ্যে রয়েছে— বন্ধ থাকা জ্বালানি তেলবাহী জাহাজ চালু ও শ্রমিকদের সমস্যার সমাধান, ভারতের কারাগারে অন্তরীণ ৮ নৌযান শ্রমিক ও বাংলাদেশের কারাগারে অন্তরীণ ৮ নাবিকের মুক্তি ইত্যাদি।

সংবাদ সম্মেলনে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, জরুরিভাবে সমাধানের জন্য ২১টি বিষয় চিহ্নিত করে নৌ-পরিবহন অধিদফতর এবং প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রণালয়,দফতর ও প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করেছেন তারা। গত ৯ জুলাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এবং ১২ জুলাই সরাসরি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে নৌযান শ্রমিক নেতারা আকুতি জানিয়েছেন। তাদের বিশ্বাস, আগামী ২৩ জুলাইয়ের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২১ দফায় সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করবে।
হুঁশিয়ারি দিয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘যদি সমাধান না হয় তাহলে ২৩ জুলাই মধ্যরাত ১২টা ১ মিনিট অর্থাৎ ২৪ জুলাই থেকে তেল, পণ্য, বালু ও যাত্রীবাহীসহ সব ধরনের ব্যক্তিমালিকানাধীন নৌযান শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। এজন্য আমাদের কোনোভাবেই দায়ী করা চলবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই শ্রমিক নেতার ভাষ্য, ‘নৌযানের শ্রমিকরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়। এই খাতে নিরাপত্তার নৌ-আইনের সঠিক বাস্তবায়ন প্রয়োজন। নৌপথে চাঁদাবাজি, ডাকাতি, জলদস্যুতা এবং বালুমহলে চর ইজারাদারদের মাধ্যমে শ্রমিকদের নিগৃহীত হওয়া বন্ধ করা খুব জরুরি। অধিদফতরে সব ধরনের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াইও দীর্ঘদিনের।’
/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!