X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কী হচ্ছে জয়িতায়?

উদিসা ইসলাম
১৬ জুলাই ২০১৭, ২০:৫৯আপডেট : ১৬ জুলাই ২০১৭, ২১:০৬


জয়িতা থেকে নারী উদ্যোক্তাদের দেওয়া নোটিশ জয়িতা ফাউন্ডেশন প্রতিষ্ঠার ৬ বছর পর কাজ হারানোর আতঙ্কে ভুগছেন সংস্থাটির সঙ্গে সম্পৃক্ত গ্রামীণ নারী উদ্যোক্তারা। তাদের অভিযোগ, অফিস উন্নয়নের কথা উল্লেখ করে গত ২২ জুন ফাউন্ডেশন থেকে যে নোটিশ দেওয়া হয়েছে, এর মাধ্যমে তাদের কাছ থেকে স্টল কেড়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যদিও কর্মকর্তারা বলছেন, এ ধরনের আতঙ্কের কোনও কারণ নেই। তবে এখন থেকে কেবল গ্রামীণ নয়, ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে শহরের উদ্যোক্তারাও এতে যুক্ত হতে পারবেন। কিছু ‘কোয়ালিটি কন্ট্রোলের’ কাজ করা হচ্ছে।

যদিও নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস (জয়িতা) এর লক্ষ্য অংশে বলা আছে, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যসামগ্রী বিপণন, বিক্রয় করা ও জয়িতাকে একটি ব্র্যান্ড হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করা হবে। প্রতিষ্ঠার পর ৬ বছর ধরে যারা এই প্রতিষ্ঠানে স্টল চালিয়ে আসছেন, তারা বলছেন, তারা ফিরে গেলে আর কিছুই করার থাকবে না।  তারা পণ্য সরবরাহ করলে যে ধরনের ‘কোয়ালিটি কনট্রোলের’ কথা জয়িতা নতুন করে বলছে, সেখানে পণ্য আটকে দেওয়ার আশঙ্কা আছে। শহুরে পণ্যই সেখানে জায়গা পাবে।

২২ জুন কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে উদ্যোক্তাদের জানানো হয়, জয়িতার বিপণন কেন্দ্রের ক্রমহ্রাসমান বিক্রয় পরিস্থিতিতে পণ্যের গুণগত ও নান্দনিক মানোন্নয়ন, পণ্যের যুক্তিসঙ্গত মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, ক্রেতা সাধারণের প্রতি সৌজন্যমূলক আচরণ, বিপণন কেন্দ্রের অভ্যন্তরীণ ক্রেতাবান্ধব পরিবেশ ও পণ্যের প্রদর্শন নিশ্চিত করে জয়িতার একটি জনপ্রিয় ও জাতীয়ভিত্তিক ব্র্যান্ড ইমেজ গড়ে তুলে দেশের ক্রমবর্ধমান নারী উদ্যোক্তাদের ব্যবসার মাধ্যমে সম্মানজনক জীবিকার সুযোগ সম্প্রসারণের জন্য পরিকল্পিত সংস্কার উদ্যোগ নিয়েছে। ঈদুল ফিতর-পরবর্তী ১০ (দশ) দিনের মধ্যে সংস্কার উদ্যোগ বাস্তবায়নের কাজ জয়িতা ফাউন্ডেশন শুরু করবে। ওই নোটিশ পাওয়ার পর গ্রামীণ নারী উদ্যোক্তারা বলছেন, এই সংস্কারের মাধ্যমে আমাদের পণ্য ও বিক্রির ক্যাপাসিটি খারাপ প্রমাণ করে নতুন উদ্যোক্তাদের ঢোকানোর পরিকল্পনা চলছে।

ওই নোটিশ পাওয়া পর  গত ৯ জুলাই ব্যবস্থাপনা পরিচালক বরাবর লেখা চিঠিতে উদ্যোক্তরা ফাউন্ডেশনকে একটি চিঠি দেন। চিঠিতে তারা বলেন,  ২২ তারিখের চিঠিতে কিছু সংস্কারের কথা বলা হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার করা হয়নি এবং তা আমাদের বোধগম্যও হয়নি।

ইতোপূর্বে জয়িতা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের মৌখিকভাবে বলেন, বর্তমানে জয়িতার উদ্যোক্তারা স্টল পরিচালনায় অযোগ্য, অদক্ষ, অশিক্ষিত,  ধানমন্ডিতে থাকার অনুপযুক্ত। এজন্য আমরা জয়িতা ফাউন্ডেশনে স্টল বরাদ্দ পাব না, শুধু মালামাল সরবরাহকারী হিসেবে থাকতে পারব। তিন মাস পর-পর অবিক্রিত মালামাল ফেরত নিতে হবে, যা অঙ্গনারই অন্যরূপ।

চিঠিতে আরও বলা হয়, অত্যন্ত পরিতাপের বিষয় যে, আমরা ছয় বছর যাবত তৃণমূল থেকে নারী উদ্যোক্তারা ব্যক্তিগত অনেক ত্যাগ স্বীকার করে, সংগ্রাম করে জয়িতাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এ পর্যায়ে আমরা ফিরে গিয়ে সংগঠনের কাছে কী জবাব দেব? আমাদের উন্নয়নের জন্য যে ধরনের সেবা/লজিস্টিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন ছিল বা কমিটমেন্ট তা মোটেই দেওয়া হয়নি। তাই আমাদের দক্ষতা আশানুরূপ বাড়েনি। জয়িতার বরাবরে দেওয়ার উদ্যোক্তাদের চিঠি

এ পরিস্থিতিতে দফায় দফায় উদ্যোক্তারা মিটিং করলেও ভরসা পাচ্ছেন না। তাদের দাবি, যে উদ্যোগে এই প্রতিষ্ঠান করা হয়েছিল সেটা উঠে গেলে গত ৬ বছরে তাদের সব বিনিয়োগ বৃথা যাবে।

টাঙ্গাইলের এক উদ্যোক্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের প্রত্যেকে সামাজিকভাবে লড়াই করেছি। নিজের ঘরবাড়ি ছেড়ে আসতে দিতে চায়নি পরিবারের সদস্যরা। সরকার ওই সময় আমাদের ডেকে এনেছে, এখন কোনও কথাই শুনতে চাইছে না। আশা করি প্রধানমন্ত্রী আমাদের দিকে নজর দেবেন।’

কুমিল্লার উদ্যোক্তা আয়েশা ইতোমধ্যে ফিরে যেতে বাধ্য হয়েছেন লাঠি হাতে। শরীরের এই অবস্থা ও জয়িতার পরিস্থিতিতে গ্রামে ফিরলেও আত্মীয়রা তাকে গ্রহণ করেননি। তিনি বলেন, ‘এসেছিলাম দুই পায়ে, ফিরে গেলাম তিন পায়ে।’

রাজবাড়ী পাংশার এক উদ্যোক্তা এখনও স্টল কেড়ে নেওয়া হবে না এই আশাতে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের আনার সময় প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। সে সব কিছু না করে আমাদের পণ্যের মান ভালো না, আমাদের পণ্য ঢাকায় বিক্রয় যোগ্য না, এমন নানা কথা বলে খারাপ ব্যবহার করেছেন কর্মকর্তারা। আমরা এ ধরনের কথা শুনতে চাই না। আমাদের পণ্য বিক্রয়যোগ্য বলেই আমাদের অনুরোধ করে আসতে রাজি করানো হয়েছিল ছয় বছর আগে।’

এ বিষয়ে জানতে চাইলে উপ-পরিচালক কামাল হোসেন বলেন, ‘মূল কাজ বিক্রির জায়গাটা তৈরি করা। একেকজন একেকটি স্টল খুলে একই পণ্য নানা মানের বিক্রি করছেন। আমরা এখন সেটা পরিকল্পনার মধ্যে এনে জোন করে দেব। কাউকে উঠিয়ে দেওয়ার কথা বলা হয়নি, ব্র্যান্ড বজায় রাখার জন্য কোয়ালিটি মেইনটেইন করা হচ্ছে।’ এখন পিছিয়ে থাকলে তো আপনারাই সমালোচনা করবেন উল্লেখ করে নতুন উদ্যোক্তাদের যুক্ত করার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘যারা আছেন তারা থাকবেনই। তবে এখন থেকে নতুন যে কেউ এতে যুক্ত হতে পারবেন।’

আরেক কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও ধরনের টেনশন জয়িতাতে নেই। যা হচ্ছে তা হলো পদ্ধতিগত পরিবর্তন। তারা যা ডিসপ্লে করতেন, তা প্রক্রিয়ার মধ্যে ফেলা হবে আর কিছু না। নতুন উদ্যোক্তা আসবেন, পুরনো উদ্যোক্তা যে থাকবেন না, বিষয়টি এমন না।’

/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা