X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে এখন কোনও বিতর্ক নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ২০:২২আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:২৫

 

ড. তৌফিক-ই ইলাহী (ছবি: সংগৃহীত) রামপাল বিদ্যুৎকেন্দ্রে বিরোধিতাকারীও দেশের ভালো চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী। তিনি বলেন, ‘যারা বিরোধিতা করেছেন, তাদের বিরোধিতার কারণেই আমরা বিষয়টির গভীরে খতিয়ে দেখতে পেরেছি। তবে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে এখন আর কোথাও কোনও বিতর্ক নেই।’ সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাইঞ্জে ‘পদ্মা থেকে রামপাল’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ স্টাডি ট্রাস্ট এ সেমিনারের আয়োজন করে।

ড. তৌফিক-ই ইলাহী বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতার কারণে আমরা বিষয়টির অনেক গভীরে তলিয়ে দেখেছি। আশা করছি, অতীতে বিরোধিতা করার যে যুক্তি ছিল, এখন আর সেটা নেই।  তারাও দেশের ভালো চান। ফলে বিরোধিতা কারীদের ধন্যবাদ জানাই।’
রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে স্থানীয়দের অনেক উন্নতি হবে মন্তব্য করে তৌফিক-ই ইলাহী বলেন, ‘ওখানকার মানুষ নতুন জীবন পাবেন। তাদের সন্তানেরা আরও বেশি লেখাপড়া করবে। আমরা স্টাডি করেছি, কিভাবে এলাকার উন্নয়ন হবে। সুন্দরবন রক্ষা হবে সে বিষয়ে।’

প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘সুন্দরবন আমাদের দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এটিকে রক্ষা করা আমাদের সবারই দায়িত্ব। আমরা চাই না, কোনও কারণে এ ঐতিহ্য হারিয়ে যাক। সম্প্রতি রামপাল নিয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের মাধ্যমে এ প্রকল্প বিরোধীদের ভুল ভাঙবে বলে আমি বিশ্বাস করি।’

উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি গোষ্ঠী সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচার করছে অভিযোগ করে তৌফিক-ই ইলাহী বলেন, ‘ওদের কাজই হলো সরকারের উন্নয়ন প্রকল্প নিয়ে অপপ্রচার করা, সমালোচনা করা।’ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার বিষয়টি সরকার ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির কাছে প্রমাণ করতে পেরেছে বলেও দাবি করেন তিনি। 

সেমিনারে সংগঠনের চেয়ারম্যান ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিতত্ব করেন। সংগঠনের কোষাধ্যক্ষ ড. নুজহাত চৌধুরীর সঞ্চালনায় আর বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মোজাম্মেল হক বাবু, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম প্রমুখ।

/আরএআর/ এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
রেকর্ড স্টোর ডে: এবারও বিশেষ আয়োজন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট